
দূরপাল্লার ট্রেনে যাতায়াত করার সময় সবসময় টাকা চুরির ভয় থাকে। ফলে বেশি নগদ হাতে রাখতে ভয় পান অনেকেই। আর ট্রেনে নেটওয়ার্কের কারণে সবসময় ইউপিআই বা অনলাইন লেনদেনের সুবিধাও পাওয়া যায় না। ফলে ট্রেনে টাকার দরকার পড়লে কী করবে, সেটা নিয়ে একটা দুশ্চিন্তা থাকেই। তবে এবার থেকে দূর হবে সেই চিন্তা। চলন্ত ট্রেনেই এবার এটিএমের সুবিধা আনল রেল।
মুম্বাই-মানমাড় পঞ্চবটি এক্সপ্রেসে চালু হতে চলেছে এই এটিএম। ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের তরফে ট্রেনের এয়ার কন্ডিশনার চেয়ারকার কোচে এই এটিএম বসানো হয়েছে। সুরক্ষার জন্য বসানো হয়েছে শাটার দরজাও। শীঘ্রই ট্রেনের যাত্রীরা এই এটিএম ব্যবহার করতে পারবেন। রেলের কোচের প্রয়োজনীয় পরিবর্তনও করা হচ্ছে।
ইতিমধ্যেই এর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। জানা গেছে, এটিএম মেশিনটি ঠিক ভাবে কাজ করছে। তবে ইগতপুরী এবং কাসারার মধ্যে নেটওয়ার্কের সমস্যা দেখা গেছে। ভুসাওয়ালের ডিভিশনাল রেলের ম্যানেজার ইতি পান্ডে বলেন, “পরীক্ষামূলক ব্যবহারে ভাল ফল পাওয়া গিয়েছে। এখন চলন্ত ট্রেনেও টাকা তুলতে পারবেন যাত্রীরা। যন্ত্রটি কেমন কাজ করছে, তার উপর আগামী দিনে নজর রাখা হবে।”
রেলের তরফে আরও জানানো হয়েছে, নগদ টাকা তোলা ছাড়াও এই এটিএম মেশিনে চেক অর্ডার করা এবং অ্যাকাউন্ট স্টেটমেন্টও পাবেন। মজার বিষয় হল, একই এটিএম মুম্বাই-হিঙ্গোলি জন শতাব্দী এক্সপ্রেসের যাত্রীরাও ব্যবহার করতে পারবে। কারণ এটি পঞ্চবটি এক্সপ্রেসের সঙ্গে একই রেক ভাগ করে।
রেলের আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, যদি যাত্রীদের থেকে ইতিবাচক সাড়া মেলে, তবে বাকি গুরুত্বপূর্ণ ট্রেনেও এই পরিষেবা চালু করা হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন