MP: হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় অশান্তি নিয়ে নতুন তথ্য, BJP কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ পুলিশের

People's Reporter: প্রাথমিকভাবে এফআইআরের ভিত্তিতে জানা গেছে, মিছিল মসজিদের সামনে দিয়ে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান এ এস আই মহেশ লাকরা।
MP: হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় অশান্তি নিয়ে নতুন তথ্য, BJP কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ পুলিশের
ছবি - সংগৃহীত
Published on

মধ্যপ্রদেশের গুণা শহরে হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অশান্তির ঘটনায় নতুন তথ্য প্রকাশ্যে আসছে। অশান্তিতে নাম জড়িয়েছে স্থানীয় বিজেপি কাউন্সিলর ওম প্রকাশ কুশওয়াহার। তিনি এবং তাঁর সহযোগীরাই উস্কানিমূলক স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন বলে অভিযোগ করছে পুলিশ।

অভিযোগ দায়ের করেন এ এস আই মহেশ লাকরা। অভিযোগের ভিত্তিতে জানা যায়, ১২ এপ্রিল অনুমতি ছাড়াই শোভাযাত্রাটি মসজিদের কাছে গান বাজিয়ে উত্তেজনা ছড়ায়, যা পরে পাথর ছোঁড়াছুঁড়ি এবং সংঘর্ষের রূপ নেয়।

প্রাথমিকভাবে এফআইআরের ভিত্তিতে জানা গেছে, মিছিল মসজিদের সামনে দিয়ে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান মহেশ লাকরা। তিনি কুশওয়াহাকে জিজ্ঞাসা করেছিলেন মিছিল এবং ডিজে ব্যবহারের অনুমতি কে দিয়েছেন। জবাবে কুশওয়াহা বলেন, “অনুমতি চাওয়ার আপনি কে?” এরপরেই তারা মসজিদের সামনে ডিজে বাজানো, অশ্লীল ভাষা প্রয়োগ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন স্লোগান দিতে থাকে।

অভিযোগে বলা হয়েছে, উত্তেজিত জনতার একটি অংশ স্লোগানের পাশাপাশি পাথর ছুঁড়তে শুরু করে। যদিও এই অভিযোগের কয়েকদিন পর, ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করা হয়। এফআইআর-এ শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করা, হিংসা ছড়ানোর অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, ওম প্রকাশ কুশওয়াহার পাল্টা অভিযোগ, প্রতিবছরের মতো একই রুটে শোভাযাত্রা হলেও এবার স্থানীয়দের প্রতিবাদ, কথা কাটাকাটি, এমনকি আগ্নেয়াস্ত্র ব্যবহারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছেন।

গুনার পুলিশ সুপার সঞ্জীব সিনহা জানান, এখনও পর্যন্ত মোট আটটি এফআইআর দায়ের করা হয়েছে এবং ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৪ এপ্রিল শহরের প্রধান সড়ক অবরোধ করায় দক্ষিণপন্থী সংগঠনের সদস্যদের বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করা হয়েছে।

MP: হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় অশান্তি নিয়ে নতুন তথ্য, BJP কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ পুলিশের
ক্লাসরুম ঠান্ডা রাখতে দেওয়ালে গোবর! পাল্টা অধ্যক্ষের ঘরে গোবর লেপে এসি খোলার প্রস্তাব পড়ুয়াদের
MP: হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় অশান্তি নিয়ে নতুন তথ্য, BJP কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ পুলিশের
Waqf Law: আজ শীর্ষ আদালতে ওয়াকফ শুনানি, একাধিক বিরোধিতার পাশাপাশি আইনের পক্ষে ৬ বিজেপি শাসিত রাজ্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in