Uttar Pradesh: ফের উত্তরপ্রদেশ, এবার মূক ও বধির নাবালিকাকে ধর্ষণ! নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

People's Reporter: বুধবার সকালে বাড়ির থেকে কিছুটা দূরে একটি মাঠে কিশোরীকে নগ্ন এবং অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

বারাণসী, কাসগঞ্জের পর এবার রামপুর। ফের ধর্ষণের ঘটনা ঘটল যোগীরাজ্য উত্তরপ্রদেশে। বারবার একই ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গেছে, বুধবার সকালে ১১ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে মাঠ থেকে নগ্ন এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা। ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।

পুলিশ সূত্রে খবর, ওই কিশোরী মূক এবং বধির। মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। বাড়ির লোকেরা অনেক খোঁজাখুঁজি করেছিলেন, কিন্তু তার খোঁজ মেলেনি। বুধবার সকালে বাড়ির থেকে কিছুটা দূরে একটি মাঠে কিশোরীকে নগ্ন এবং অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে মেরঠে স্থানান্তর করা হয়।

পুলিশ সূত্রে আরও খবর, নির্যাতিতার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। মুখে ভারী এবং ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ফলে মুখে গভীর ক্ষত রয়েছে। ফুলে গেছে মুখ। এই ঘটনায় পকসো আইনে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এক যুবককে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে পুলিশ। তবে তাকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান যুবক। পাল্টা পুলিশ গুলি চালালে তা অভিযুক্তের পায়ে লাগে। অবশেষে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

মেরঠ হাসপাতালের চিকিৎসক অঞ্জু সিংহ এক সংবাদমাধ্যমে জানান, “এটি স্পষ্ট ধর্ষণের ঘটনা। কিশোরীর যৌনাঙ্গের আঘাত থেকে অনুমান করা হচ্ছে এক জন বা তার বেশি লোক জড়িত থাকতে পারেন। কিশোরীর মুখে ভোঁতা কোনও জিনিস দিয়ে আঘাত করায় মুখ ফুলে গিয়েছে। অত্যন্ত আতঙ্কে রয়েছে কিশোরী”। তাঁর কথায়, “এ রকম ভয়ঙ্কর ঘটনা আগে কখনও দেখিনি”।

অন্যদিকে, রামপুরের পুলিশ সুপার বিদ্যাসাগর মিশ্র জানিয়েছেন, কিশোরীর মা ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে কথা বলতে পারে না এবং কানে শুনতে পায় না। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, অভিযুক্ত যুবক বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু বলছিলেন কিশোরীকে। এরপর তার সঙ্গে ওই কিশোরীকে যেতে দেখা যায়।

এর আগে গত ৩ এপ্রিল বারাণসীতে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। ৪ এপ্রিল ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। গণধর্ষণের অভিযোগে ২৩ জন অভিযুক্তের মধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পলাতক ১১ জন। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এর এক সপ্তাহের মধ্যে কাসগঞ্জে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ১৭ বছরের ওই কিশোরী তাঁর হবু স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন।

প্রতীকী ছবি
Uttar Pradesh: বারাণসীর পর কাসগঞ্জ! হবু স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ১৭ বছরের কিশোরী
প্রতীকী ছবি
MP: হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় অশান্তি নিয়ে নতুন তথ্য, BJP কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ পুলিশের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in