Uttar Pradesh: বারাণসীর পর কাসগঞ্জ! হবু স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ১৭ বছরের কিশোরী

People's Reporter: পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগেই ১৭ বছরের নাবালিকা বাগদান সেরেছিলেন। এরপর হবু স্বামীকে নিয়ে কাসগঞ্জের ঝাল এলাকার একটি সেতুতে ঘুরতে গিয়েছিলেন দু’জনে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

এক সপ্তাহ আগে বারাণসীতে ভয়াবহ গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। ২৩ জন মিলে ১৯ বছরের কিশোরীকে লাগাতার গণধর্ষণ করে। এখনও গ্রেফতার করা যায়নি অভিযুক্ত ১১ জনকে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি তদন্তে গাফিলতির অভিযোগে সরানো হয়েছে পুলিশ অফিসারকে। সেই আবহে ফের এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ফের অস্বস্তিতে উত্তরপ্রদেশ পুলিশ। প্রশ্ন উঠতে শুরু করেছে সে রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে।

এবার ঘটনাস্থল কাসগঞ্জ। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগেই ১৭ বছরের এক নাবালিকা বাগদান সেরেছিলেন। এরপর হবু স্বামীকে নিয়ে কাসগঞ্জের ঝাল এলাকার একটি সেতুতে ঘুরতে গিয়েছিলেন দু’জনে। অভিযোগ, সেখানে আচমকা উপস্থিত হয় ১০ জন যুবক। তারা প্রথমে যুগলকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করতে শুরু করে। এরপর ওই নাবালিকার হবু স্বামীকে মারধর করে টাকাপয়সা সব লুট করে নেয়।

অভিযোগ, যুবককে মেরে জখম অবস্থায় ফেলে রেখে জোর করে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। আতঙ্কে প্রথম দু’দিন ঘটনার কথা বাড়িতে না জানালেও, কিশোরীর শারীরিক অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর তাঁকে জিজ্ঞাসা করতেই পুরো বিষয়টি খুলে বলে কিশোরী। শনিবার পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, কিশোরীর অভিযোগের ভিত্তিতে আটজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল বারাণসীতে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। এরপর ৪ এপ্রিল পুলিশে নিখোঁজ ডায়রি করে কিশোরীর পরিবার। সেদিনই ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। কিন্তু পুলিশ কর্তার দাবি, সেই সময় কোনও যৌন নির্যাতনের অভিযোগ তোলা হয়নি। দু’দিন পরে ৬ এপ্রিল এফআইআর করা হয়। সেখানেই গণধর্ষণের অভিযোগ ওঠে। ২৩ জন অভিযুক্তের মধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও নিখোঁজ বাকি ১১ জন। সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে, নিজের সংসদীয় এলাকায় ঘটা এই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দের দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in