
পহেলগাঁও হামলার জন্য দায়ী সন্ত্রাসবাদীরা জম্মু ও কাশ্মীরে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে রমেশ অভিযোগ করেন, এই সন্ত্রাসবাদীরা গত ১৮ মাসে আরও তিনটি হামলায় যুক্ত ছিল।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে জয়রাম রমেশ বলেন, "সূত্র মারফত জানতে পেরেছি, পহেলগাঁও হামলার পেছনে যাদের হাত, তারা বিগত ১৮ মাসে আরও তিনটি সন্ত্রাসবাদী হামলায় জড়িত। তারা কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের সাংসদদের বিদেশে ঘুরে বেড়াতে হচ্ছে।"
তাঁর দাবি, সন্ত্রাসবাদীদের খোঁজ না নিয়ে সরকার সর্বদলীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে বিদেশে, যা সরকারের অগ্রাধিকারের প্রশ্ন তোলে। রমেশ জানান, “অন্য দেশে সাংসদ পাঠানোর পরিবর্তে সন্ত্রাসবাদীদের ধরা সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী সংসদে আসেন না, কোনও প্রশ্নের উত্তরও দেন না।”
এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়েও প্রশ্ন তোলেন রমেশ। যেখানে ট্রাম্প দাবি করেন যে ভারত ও পাকিস্তানকে সংঘর্ষ বিরতিতে রাজি করিয়েছেন তিনি। রমেশ প্রশ্ন করেন, “কেন প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করছেন না?”
প্রসঙ্গত, বর্তমানে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য এবং পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ বিশ্বের কাছে তুলে ধরার জন্য সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল বিশ্বের ৩৩টি দেশে সফরে বেরিয়েছে। প্রতিটি দলে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক সাংসদ রয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন