আমরা গেলে অপরাধ, আডবাণী-মোদী পাকিস্তান গেলে কূটনীতি! আসামের মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব গৌরব গগৈয়ের

People's Reporter: সম্প্রতি মুখ্যমন্ত্রী শর্মা দাবি করেন, গগৈ ও তাঁর স্ত্রী এলিজাবেথ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত।
গৌরব গগৈ এবং বিশ্ব শর্মা
গৌরব গগৈ এবং বিশ্ব শর্মাছবি - সংগৃহীত
Published on

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তোলা আইএসআই যোগসূত্র সংক্রান্ত অভিযোগের কড়া জবাব দিলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর পাকিস্তান সফরের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেন।

সম্প্রতি মুখ্যমন্ত্রী শর্মা দাবি করেন, গগৈ ও তাঁর স্ত্রী এলিজাবেথ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত। এমনকি গগৈ ১৫ দিনের জন্য পাকিস্তান সফর করেছিলেন আইএসআই-এর আমন্ত্রণে এমন অভিযোগও তোলা হয়। ফেব্রুয়ারিতে এই অভিযোগের তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়।

এছাড়াও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, ২০১৫ সালে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে গগৈ তাঁর প্রতিষ্ঠিত 'ইয়ুথ ফোরাম অন ফরেন পলিসি'-র তরফে একটি প্রতিনিধিদল নিয়ে যান। যেখানে যুব সমাজের 'মগজধোলাই' করার চেষ্টার অভিযোগ তোলেন তিনি।

এই অভিযোগকে সম্পূর্ণ "অযৌক্তিক" বলে উড়িয়ে দিয়ে গগৈ বলেন, "সেই সফরে অংশ নেওয়া যুবকরা কাশ্মীর, যুদ্ধ এবং সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান হাইকমিশনারকে কঠিন প্রশ্ন করেছিলেন। এমনকি একজন সাংবাদিক সেই সফরের বিস্তারিত প্রতিবেদনও প্রকাশ করেছিলেন।"

গগৈ আরও বলেন, "২০০৫ সালে আডবাণীজি পাকিস্তানে গিয়ে জিন্নাহর সমাধিতে চাদর দান করেছিলেন এবং তাঁর প্রশংসাও করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী নিজেও পাকিস্তান সফর করেছেন। তাহলে সে সমস্ত সফরের মানে কী ছিল?"

তিনি আরও বলেন, "যে বছর মোদী লাহোরে নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন, ঠিক সেই বছরই পাকিস্তান হাইকমিশনারের সাথে আমাদের প্রশ্নোত্তর পর্ব হয়েছিল। আমাদের যাওয়া অপরাধ, আর মোদীর যাওয়া, বিরিয়ানি খাওয়া কূটনীতি? আমি অতীতে লিখেছিলাম যে সন্ত্রাসবাদী-গোয়েন্দা-সামরিক জোট ভেঙে ফেলার জন্য পাকিস্তানের নেতৃত্বের উপর আমার কোনও বিশ্বাস নেই। আমরা জিন্নাহর প্রশংসা করতেও যাইনি, আমরা নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছাও জানাতে যাইনি।"

গৌরব গগৈ এবং বিশ্ব শর্মা
ট্রেনের টিকিটে মোদীর ছবি-সহ অপারেশন সিঁদুর! রাজনৈতিক ফায়দা তুলতে সেনার বীরত্ব বিক্রি করছেন - কংগ্রেস
গৌরব গগৈ এবং বিশ্ব শর্মা
Congress: কংগ্রেসের নামে ভুয়ো প্রচার - অমিত মালব্য, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in