
ট্রেনের টিকিটে উল্লেখ করা রয়েছে 'অপারেশন সিঁদুর' -এর সাফল্যের কথা। সঙ্গে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। সম্প্রতি এমনই একটি রেলের ই-টিকিটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা উমাঙ্গ সিংঘার। অভিযোগ, প্রধানমন্ত্রী নিজের প্রচারের উদ্দেশ্যে রেলের টিকিটে অপারেশন সিঁদুরের সাফল্যের সাথে নিজের ছবি ব্যবহার করছেন।
'অপারেশন সিঁদুর'-এর সাফল্যকে রাজনৈতিক প্রচার হিসেবে ব্যবহার করছে কেন্দ্রের মোদী সরকার। ভারত-পাক সংঘর্ষবিরতির পর থেকে এহেন অভিযোগএকাধিকবার তুলেছে কংগ্রেস। আর এবার সমাজমাধ্যমে রেলের একটি ই-টিকিটের ছবি পোস্ট করে ফের একবার সেই অভিযোগ তুলল কংগ্রেস। টিকিটটি ভোপাল জংশন থেকে নাসিক রোড পর্যন্ত সিএসএমটি রাজধানী এক্সপ্রেসের। টিকিটের মাঝে লেখা আছে, "অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন পদক্ষেপের সূচনা করেছে। একটি নতুন যুগ, নিউ নর্মাল শুরু করা হয়েছে।" পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া রয়েছে।
মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতার অভিযোগ, "ভারতীয় সেনাবাহিনীর যে গর্ব এবং ঐতিহ্য রয়েছে, তা একজনের রাজনৈতিক কেরিয়ার উজ্জ্বল করতে পণ্যের মতো বিক্রি করা হচ্ছে। অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রীয় সরকার কতটা বিজ্ঞাপন লোলুপ হয়ে উঠেছে, এটি তার সাম্প্রতিকতম উদাহরণ। প্রধানমন্ত্রীর প্রচারের উদ্দেশে রেলের টিকিটে অপারেশন সিঁদুরকে ব্যবহার করা হচ্ছে"।
কংগ্রেস নেতা উমাঙ্গ সিংঘারের আরও দাবি, "এর আগেও ভারতীয় সেনাবাহিনীর একাধিক সাফল্যকে ভোটের প্রচারে ব্যবহার করেছেন নরেন্দ্র মোদি"।
এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। এই ব্যাপারে রেল বোর্ডের ব্যাখ্যা, "অপারেশন সিঁদুর"-এর বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতেই ট্রেনের টিকিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় আরও জানিয়েছে, টিকিটে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করার পাশাপাশি, রেলওয়ে স্টেশনগুলিতে বিভিন্ন কার্যক্রম এবং অনুষ্ঠানের আয়োজন করে অপারেশন সিঁদুর-এর সাফল্য উদযাপন করা হয়েছে।
এনিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "ট্রেনের টিকিটে অপারেশন সিঁদুরের ছবি ব্যবহার করার যে পদক্ষেপ, সেটা ঠিক নয়। এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। অথবা রাজনৈতিক কোনও চাপ রয়েছে। দেশের প্রতিরক্ষার ব্যাপার, রক্ষা করার ব্যাপার। কিন্তু সেটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে"।
অন্যদিকে, বিজেপির এহেন পদক্ষেপ নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূলও। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, করোনা সময়কালে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল। সেই সময় ভ্যাক্সিনের সার্টিফিকেটে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে প্রচার করা হয়েছিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন