MP: মধ্যপ্রদেশে 'কার্বাইড গান'-র কারণে আহত ৩২০! রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে এই 'বিস্ফোরক' যন্ত্র

People's Reporter: শুধুমাত্র ভোপাল এবং আশেপাশের এলাকাতেই ১৮৬ জনের বেশি আক্রান্ত হয়েছেন। গোয়ালিয়রে ৩৫ জন আক্রান্ত হয়েছেন। অনেকের স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পেতে ৬ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।
হাসপাতালে আহতদের সাথে দেখা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহনও যাদব
হাসপাতালে আহতদের সাথে দেখা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহনও যাদবছবি - সংগৃহীত
Published on

উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যেই পরিণত হল দুঃস্বপ্নে। মধ্যপ্রদেশে কার্বাইড গানের কারণে আহতের সংখ্যা ৩২০ ছাড়িয়েছে। আহতদের মধ্যে ৮০ শতাংশই শিশু। তাদের মধ্যে অনেকেরই দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সেই আতঙ্কের কার্বাইড গানকে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনযাদব।

শুধুমাত্র ভোপাল এবং আশেপাশের এলাকাতেই ১৮৬ জনের বেশি আক্রান্ত হয়েছেন এই কার্বাইড গানে। গোয়ালিয়রে ৩৫ জন আক্রান্ত হয়েছেন। আহতদের হামিদিয়া সহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, প্রায় ৪০ জনের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পেতে ৬ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।

চিকিৎসকরা জানান, এই কার্বাইড গান খুবই ভয়ঙ্কর। এর মধ্যে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয় যার কারণে বিস্ফোরণ হয়। ফলে কানের পর্দা ফেটে যেতে পারে, চামড়া পুড়ে যেতে পারে এবং স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন আক্রান্ত ব্যক্তি।

শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মোহন যাদব হামিদিয়া হাসপাতালে আক্রান্ত করণ পান্থি, আরিশ, প্রশান্ত মালব্য এবং প্রজাপতির সাথে দেখা করেন। কেউ বলেছে অন্যরা কার্বাইড গান দিয়ে তাদের উপর আঘাত করেছে। আবার কেউ জানিয়েছে নিজেরাই সেই বন্দুক চালাতে গিয়ে আহত হয়েছে।

ইতিমধ্যেই কার্বাইড গানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মোহন যাদব। কার্বাইড গান অস্ত্র আইন (১৯৫৯), বিস্ফোরক আইন (১৮৮৪) এবং বিস্ফোরক পদার্থ আইন (১৯০৮)-র অধীনে নিষিদ্ধ বিস্ফোরক যন্ত্র হিসেবে বিবেচিত হবে। এরপরেও এই নিয়ম লঙ্ঘনকারীর ৩-৭ বছরের জেল এবং জরিমানা হতে পারে।

মুখ্যসচিব অনুরাগ জৈন সমস্ত জেলায় কড়া নির্দেশ জারি করেছেন কার্বাইড গানকে নিষিদ্ধ করার জন্য। সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিষয়ে একটি সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হচ্ছে। সন্দেহভাজন দোকানগুলি পরিদর্শন, কার্বাইড গান তৈরিতে ব্যবহৃত সামগ্রী পেলে তা নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালে আহতদের সাথে দেখা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহনও যাদব
Bihar Polls 25: গুজরাটিরা দিল্লিতে বসে বিহারের ভবিষ্যৎ ঠিক করছে - কাদের দিকে ইঙ্গিত করলেন পি কে?
হাসপাতালে আহতদের সাথে দেখা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহনও যাদব
Bihar Polls 25: নীতিশ কুমারের নেতৃত্বেই বিহারে ফের ক্ষমতায় এনডিএ! প্রচারে আগাম দাবি প্রধানমন্ত্রীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in