Monsoon Session: SIR-এর প্রতিবাদে বিরোধী সাংসদদের বিক্ষোভ, দিনের মত মুলতুবি রাজ্যসভার অধিবেশন

People's Reporter: শুক্রবার সংসদ ভবন চত্বরে SIR বাতিলের দাবিতে বিক্ষোভে শামিল হন বিরোধীরা। বিরোধীদের বিক্ষোভের জেরে দিনের মত বাতিল করা হয় রাজ্যসভার অধিবেশন। সোমবার ১১টায় রাজ্যসভার অধিবেশন শুরু হবে।
সংসদ ভবনের বাইরে বিক্ষোভরত বিরোধী সাংসদরা
সংসদ ভবনের বাইরে বিক্ষোভরত বিরোধী সাংসদরাছবি আইএনসি এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

২১ জুলাই, সোমবার সংসদের বাদল অধিবেশন শুরুর দিন থেকে শুক্রবার ২৫ জুলাই পর্যন্ত দুই কক্ষের সাংসদরাই বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) নিয়ে প্রতিবাদ জারি রেখেছেন। শুক্রবার সংসদ ভবনের সামনে SIR বাতিলের দাবিতে বিক্ষোভে শামিল হন বিরোধী সাংসদরা। বিরোধীদের বিক্ষোভের জেরে দিনের মত বাতিল করে দেওয়া হয়েছে রাজ্যসভার অধিবেশন। সোমবার বেলা ১১টায় ফের রাজ্যসভার অধিবেশন শুরু হবে।

শুক্রবার বিরোধীদের কর্মসূচিতে যোগ দেন রাজ্যসভা ও লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা সহ অন্যান্য বিরোধী সাংসদ। বিরোধী সাংসদদের বিক্ষোভ থেকে শ্লোগান ওঠে ‘গণতন্ত্র বাঁচাও’, ‘ভোট বন্দী বন্ধ করো’।

এদিন বিরোধী সাংসদরা হাতে SIR লেখা পোষ্টার ছিঁড়ে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখান। তারা দাবি করেন অবিলম্বে SIR বাতিল করতে হবে। বিরোধীদের আজকের কর্মসূচিতে যোগ দেন কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি, তৃণমূল, সিপিআইএম, সিপিআই সহ অন্যান্য রাজনৈতিক দল। সংসদ ভবন চত্বরেই বিরোধী সাংসদরা ‘এসআইআর – লোকতন্ত্র পে ভার’ লেখা ব্যানার নিয়ে মিছিল করেন।

শুক্রবারও রাজ্যসভার অধিবেশন শুরুর পরেই মুলতুবি হয়ে গেছে। এদিন অধিবেশনের শুরুতেই বিরোধী সাংসদরা এসআইআর নিয়ে আলোচনার দাবি জানালে অধিবেশন মুলতুবি হয়ে যায়। বিরোধীদের বিক্ষোভ শুরুর আগে এদিনই সাংসদ হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা কমল হাসান।

লোকসভার ক্ষেত্রেও বিরোধী সাংসদরা এসআইআর নিয়ে আলোচনার দাবি জানাতে থাকলে অধিবেশন মুলতুবি হয়ে যায়। এদিন বিরোধী সাংসদরা ওয়েলে নেমে এসআইআর নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। স্পিকার ওম বিড়লা লোকসভায় অচলাবস্থা কাটাতে বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক ডেকেছেন। কারণ বিগত চার দিনে লোকসভায় এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবি সরকার পক্ষ না মানায় কার্যত কোনও কাজই করা সম্ভব হয়নি।

শুক্রবার কংগ্রেসের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এসআইআর-এর প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, "SIR (বিশেষ নিবিড় সংশোধন) এর নামে বিহারে ভোট চুরির ঘটনায় ইন্ডিয়া মঞ্চের সাংসদরা তাদের প্রতিবাদ জারি রেখেছেন। বিহারের জেডিইউ-বিজেপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে তৎপর, যেখানে নির্বাচন কমিশন তাদের পূর্ণ সমর্থন করছে। এই ঘটনা গণতন্ত্রের প্রতি উপহাস - আমরা কখনই তা হতে দেব না।"

সংসদ ভবনের বাইরে বিক্ষোভরত বিরোধী সাংসদরা
SIR: নির্বাচনের আগেই কেন? বিহারে ভোটার তালিকা সংশোধনের নির্দেশে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কমিশন!
সংসদ ভবনের বাইরে বিক্ষোভরত বিরোধী সাংসদরা
ECI: বিহারের মতোই দেশজুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধন চায় নির্বাচন কমিশন! আগস্ট থেকেই প্রক্রিয়া শুরু

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in