

বুধবার বিরোধী দলগুলি মণিপুর নিয়ে বিশদ আলোচনা এবং মণিপুর প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি না দেওয়ার প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে৷ বিরোধী সাংসদরা পূর্ববর্তী মুলতবি হওয়ার পরে রাজ্যসভা অধিবেশন আবার শুরু হবার পরেই একযোগে ওয়াকআউট করে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক টুইট বার্তায় বলেছেন, "মোদি সরকার ভারতের রাজনৈতিক দলগুলির সম্পূর্ণ বৈধ দাবি বারবার প্রত্যাখ্যান করে চলেছে। মণিপুরে ৩ মে-পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিস্তৃত বিবৃতির জন্য দু’পক্ষের মধ্যে আলোচনার পরেও এই ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, "ক্রমাগত এবং অনড় এই প্রত্যাখ্যানের মুখে, ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি এদিনের জন্য রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছে।"
ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়ার মঞ্চে থাকা বিরোধী দলগুলি মণিপুরের উপর বিস্তারিত আলোচনার জন্য সংসদের বাদল অধিবেশনের প্রথম (জুলাই ২০) দিন থেকে এই দাবি করে আসছে। মণিপুর জাতিগত দাঙ্গা শুরু হয় গত ৩ মে।
মণিপুরের জাতিদাঙ্গায় প্রায় ১৬০ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। মণিপুর নিয়ে বিরোধী সাংসদদের দাবির পরিপ্রেক্ষিতে সংসদে একটি ঝোড়ো অধিবেশন চলছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন