Operation Sindoor: মাঝরাতে অপারেশান সিঁদুর - পাকিস্তানের একাধিক জঙ্গী ঘাঁটি লক্ষ্য করে ভারতের আক্রমণ

People's Reporter: ৭ মে রাত ১.৫১ মিনিটে ভারতীয় সেনার এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’ (Justice is Served)। এই আঘাতের নাম দেওয়া হয়েছে ‘অপারেশান সিন্দুর’।
ভারতীয় সেনার বিবৃতি
ভারতীয় সেনার বিবৃতিছবি ভারতীয় সেনার এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কমপক্ষে নয়টি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানলো ভারতীয় বাহিনী। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গী হানায় ২৬ জন সাধারণ নাগরিকের মৃত্যুর ১৪ দিন পর বুধবার মধ্যরাতে এই আঘাত হানা হয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করা হয়েছে। ৭ মে রাত ১.৫১ মিনিটে ভারতীয় সেনার এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’ (Justice is Served)। এই আঘাতের নাম দেওয়া হয়েছে ‘অপারেশান সিন্দুর’।

রাত ১.৪৪ মিনিটে ভারতীয় সেনার পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, “যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং নির্দেশ দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের সেই সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংস করে 'অপারেশন সিন্দুর' শুরু করেছে।”

প্রেস ইনফরমেশন ব্যুরো প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনীর পদক্ষেপগুলি “লক্ষ্যভিত্তিক, সুনির্দিষ্ট এবং প্ররোচনাহীন”। “পাকিস্তানি সেনাবাহিনীর কোনও কেন্দ্রে আঘাত হানা হয়নি। লক্ষ্য নির্বাচন এবং তা কার্যকর করার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম প্রদর্শন করেছে।”

গত ২৯শে এপ্রিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ প্রতিরক্ষা আধিকারিকদের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে, পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ার ধরণ, লক্ষ্য এবং সময় নির্ধারণের জন্য সশস্ত্র বাহিনীকে "সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা" দিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদী “সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক ভয়াবহ আঘাত” মোকাবিলার জন্য জাতীয় সংকল্পের উপরও জোর দিয়েছিলেন।

ভারতের এই আঘাতের পরেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেনা মুখপাত্র লেফট্যানান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে পাকিস্তানের কোটলি এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ ও পাঞ্জাবের বাহাওয়ালপুরে মিসাইল আক্রমণ করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই: পাকিস্তান তার পছন্দের সময় এবং জায়গায় এর জবাব দেবে। এই জঘন্য উস্কানি উত্তরহীন থাকবে না।”

এই ঘটনার পর ভারতের উত্তরভাগে একাধিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে জানিয়েছে দ্য হিন্দু। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৭ মে, ২০২৫) ভোরে পাকিস্তান সীমান্তের কাছে ভারত সামরিক হামলা চালানোর কারণে দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দর সাময়িক বন্ধ করা হয়েছে।

বুধবার ভোর ৪.৫৪ মিনিটে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কর্তৃপক্ষের কাছ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, এয়ার ইন্ডিয়া ৭ মে দুপুর ১২টা পর্যন্ত নিম্নলিখিত স্টেশনগুলি - জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট - থেকে আসা এবং আসা সমস্ত বিমান বাতিল করেছে। অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক বিমান দিল্লিতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই অপ্রত্যাশিত ব্যাঘাতের কারণে সৃষ্ট অসুবিধার জন্য আমরা দুঃখিত।

ভারতীয় সেনার বিবৃতি
Pahalgam: পহেলগাঁওয়ে নিরাপত্তায় গাফিলতি ছিল, সর্বদলীয় বৈঠকে মেনে নিল কেন্দ্র!
ভারতীয় সেনার বিবৃতি
Pahalgam: পহেলগাঁও কাণ্ডের জের! জঙ্গি হানার আতঙ্কে হাই অ্যালার্ট জারি দিল্লি-সহ একাধিক শহরে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in