App Cab: ব্যস্ত সময়ে দ্বিগুণ ভাড়া চাইতে পারবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি! ছাড়পত্র দিল কেন্দ্র

People's Reporter: এমভিএজি অনুযায়ী, এবার থেকে ব্যস্ত সময়ে সংস্থাগুলি মনে করলে মূল ভাড়ার সর্বাধিক দ্বিগুণ ভাড়া দাবি করতে পারবে। এত দিন পর্যন্ত মূল ভাড়ার সর্বাধিক ১.৫ গুণ ভাড়া দাবি করা যেত।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি ছবি - সংগৃহীত
Published on

এবার থেকে ব্যস্ত সময়ে দ্বিগুণ ভাড়া চাইতে পারবে অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাগুলি। ১ জুলাই সড়ক পরিবহণ মন্ত্রক এমনই নির্দেশিকা জারি করেছে। প্রতিটি রাজ্যকে আগামী তিনমাসের মধ্যে কেন্দ্রের এই নয়া নির্দেশকা কার্যকর করতে হবে বলে জানানো হয়েছে।

সড়ক পরিবহণ মন্ত্রকের জারি করা নির্দেশিকা (এমভিএজি) অনুযায়ী, এবার থেকে ব্যস্ত সময়ে সংস্থাগুলি মনে করলে মূল ভাড়ার সর্বাধিক দ্বিগুণ ভাড়া দাবি করতে পারবে। এত দিন পর্যন্ত মূল ভাড়ার সর্বাধিক ১.৫ গুণ ভাড়া দাবি করা যেত। কিন্তু দিনের বাকি সময়ে মূল ভাড়ার সর্বনিম্ন ৫০ শতাংশ ভাড়া দাবি করা যাবে। মূল ভাড়া নির্ধারণ করবে রাজ্য সরকার। তবে অ্যাব ক্যাব সংস্থাগুলিকে সময়বিশেষে ভাড়া নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয়েছে।

নয়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, যদি রাজ্য মনে করে তাহলে বাইক ট্যাক্সি ব্যবহারের অনুমতি দিতে পারবে। এরফলে যানজট কমবে, কমবে দূষণও। এছাড়া সময়ের পাশাপাশি টাকাও সাশ্রয় হবে সাধারণ মানুষের।

বাড়তি সুবিধা পাবে অ্যাব ক্যাব চালকেরা। নির্দেশিকা অনুযায়ী, ভাড়ার অন্তত ৮০ শতাংশ চালকদের দিতে হবে সংস্থাগুলিকে। সংস্থার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী চালককে দৈনিক, সাপ্তাহিক কিংবা পাক্ষিক ভাবে টাকা মিটিয়ে দিতে হবে। পারিশ্রমিক বাকি রাখা যাবে না। যদি গাড়িটি সংস্থার মালিকাধীন হয়, তাহলে চালককে প্রযোজ্য ভাড়ার কমপক্ষে ৬০ শতাংশ দিতে হবে। এছাড়া যদি কোনও ব্যবহারকারী বুকিংয়ের পর বৈধ কারণ ছাড়াই 'রাইড' বাতিল করেন, তাহলে সেই ব্যবহারকারীকে সর্বাধিক ১০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে।

কেন্দ্রের এই নয়া নির্দেশিকায় খুশি র‍্যাপিডো, উবেরের মতো ক্যাব সংস্থাগুলি। র‍্যাপিডোর তরফ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপ ‘বিকশিত ভারতের দিকে যাত্রার একটি মাইলফলক’। এর ফলে কম সুযোগসুবিধা সম্পন্ন এলাকায় সাশ্রয়ী মূল্যে পরিবহণ ব্যবস্থার সম্প্রসারণে সাহায্য হবে।

প্রতীকী ছবি
‘জুমলা পার্টি’র লোকজন অপেক্ষা করেছিল আক্রমণের জন্য - 'সর্দারজি ৩' বিতর্কে দিলজিতের পাশে নাসিরুদ্দিন
প্রতীকী ছবি
Digital Scam: ২৪ লাখ অনলাইন প্রতারণায় ৪,২৪৫ কোটি টাকা গায়েব! প্রশ্নের মুখে মোদীর 'ডিজিটাল ইন্ডিয়া'

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in