
'সর্দারজি ৩' (Sardaar Ji 3) নিয়ে বিতর্কের মাঝেই এবার পাঞ্জাবী গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) পাশে দাঁড়ালেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। প্রবীণ অভিনেতার অভিযোগ, রাজনৈতিক দলগুলি গায়ক-অভিনেতার বিরুদ্ধে এই পরিস্থিতি তৈরি করেছে। তাঁর দাবি, মানুষ কেবলমাত্র সুযোগ খুঁজছিল।
নিজের ফেসবুকে এই নিয়ে একটি পোস্ট শেয়ার করেন নাসিরুদ্দিন শাহ। যেখানে অভিনেতা লিখেছেন, "আমি দৃঢ়ভাবে দিলজিতের পাশে আছি। ‘জুমলা পার্টি’র লোকজন অপেক্ষা করেছিল ওকে আক্রমণ করার জন্য। ওই দলের লোকেরা ভাবছে, অবশেষে দিলজিৎকে আক্রমণ করার জন্য কিছু একটা পাওয়া গিয়েছে। প্রথমত, ছবিতে কে অভিনয় করবেন, তার দায় দিলজিতের নয়। ওটা পরিচালকের দায়িত্ব। কিন্তু পরিচালককে কেউ চেনেই না। দিলজিৎ বিশ্ববিখ্যাত বলে সবাই ওকে আক্রমণ করছে। দিলজিতের মনে বিষ নেই, ছবির অভিনেতাদের নিয়ে ও আগে থেকে কিছু ভাবেনি"।
বর্ষীয়ান অভিনেতার দাবি, যারা দিলজিতের বিরোধিতা করছেন, তাঁরা চান, প্রতিটি ভারতীয় তাঁদের পাকিস্তানি বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। অভিনেতা লেখেন, "এই গুন্ডাদের একটাই উদ্দেশ্য— ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যক্তিগত যোগাযোগটাও যেন বন্ধ হয়ে যায়। পাকিস্তানে আমারও ঘনিষ্ঠ আত্মীয়রা রয়েছেন। ওঁদের সঙ্গে আমার যোগাযোগ কেউ বন্ধ করতে পারবে না। আর এই সব শুনে যারা আমাকে বলবে, ‘পাকিস্তানে যান’, তাদের আমি বলব, ‘আপনারা কৈলাসে যান’!"
পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারতে নিষিদ্ধ পাকিস্তানি শিল্পীরা। কিন্তু ততদিনে 'সর্দারজি ৩' ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে। দিলজিতের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির (Hania Aamir)। এছাড়া আরও কয়েকজন পাকিস্তানি অভিনেতা রয়েছেন। ছবির ট্রেলার সামনে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক। ভারত থেকে ছবির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়।
এরপরেই ছবির নির্মাতারা এবং দিলজিৎ ছবিটি আন্তর্জাতিক স্তরে মুক্তির সিদ্ধান্ত নেন। পাকিস্তানেও মুক্তি পেয়েছে ছবিটি। দিলজিতও এই সমালোচনার হাত থেকে রেহাই পাননি। এমনকি ভারতে তাঁকে নিষিদ্ধ করে দেওয়ার দাবিও উঠেছে। AICWA এবং FWICE-র মতো অনেক সিমেনা সংস্থা ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন