‘প্রধানমন্ত্রী ধর্মীয় স্লোগানে ভোট চাইলেও নির্বাচন কমিশন চুপ’ - নাসিরুদ্দিন শাহ

নাসিরুদ্দিন শাহ বলেন, বর্তমানে মুসলিমদের ঘৃণা করা ফ্যাশনে পরিণত হয়েছে। সব থেকে খারাপ লাগে এটা দেখে যে অনেক শিক্ষিত মানুষ এই ধরণের কাজের সাথে যুক্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নাসিরুদ্দিন শাহ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নাসিরুদ্দিন শাহফাইল ছবি সংগৃহীত

বর্তমানে ভারতে প্রায়ই সাম্প্রদায়িক অশান্তির খবর শোনা যায়। যা নিয়ে বেশ চিন্তিত জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। পাশাপাশি নরেন্দ্র মোদীর ভোট চাওয়া নিয়েও নির্বাচন কমিশনের সমালোচনা করলেন তিনি।

সোমবার একটি ইংরেজী দৈনিকে সাক্ষাৎকার দিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে ধর্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী ধর্মীয় স্লোগান দিয়ে ভোট চাইতে যাচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশন চুপ। এখন যদি কেউ ‘আল্লাহু আকবর’ বলে ভোট চাইতো তাহলে দেশ উত্তাল হয়ে উঠতো।

তিনি আরও বলেন, বর্তমানে মুসলিমদের ঘৃণা করা ফ্যাশনে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন টিভি চ্যানেলে তেমনই কিছু সিনেমা বা ওয়েব সিরিজ বানানো হচ্ছে। আর সব থেকে খারাপ লাগে এটা দেখে যে অনেক শিক্ষিত মানুষ এই ধরণের কাজের সাথে যুক্ত। আমাদের দেশ এগিয়ে যাওয়ার থেকে আরও পিছিয়ে যাচ্ছে। আমিও অনেক বার ধর্মীয় বিষয়ে আক্রমণের শিকার হয়েছি। অনেকে কুরুচিকর চিঠিও লিখেছিলেন। আমি সেগুলো গুরুত্ব দিই না। বার বার ধর্মনিরপেক্ষতার কথা বললেও আদতে দেখা যায় না।

পাশাপাশি নাসিরুদ্দিন বলেন, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছিল। যদিও সে পরে ছাড়া পায়। এই গ্রেফতারির অন্যতম কারণ হলো এক বিশেষ সম্প্রদায়কে বার্তা দেওয়া। শাহরুখ খানের মতো বিখ্যাত মানুষের ছেলেকে গ্রেফতার হলে অন্যরাও হবে।

দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের ওপর ‘পুলিশি অত্যাচার’-র বিরুদ্ধেও মুখ খোলেন অভিনেতা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল কুস্তিগীরদের নিয়ে কেউ কি সিনেমা তৈরি করবে? তিনি বলেন, ঘটনাটি খুবই নিন্দনীয় ঘটনা। তবে হিন্দি সিনেমা মুখ বন্ধ করে রাখতেই পছন্দ করে। আর এটাতে যেহেতু শাসক দলের নেতার বিরুদ্ধে আন্দোলন ফলে কেউ করবে বলে মনে হয় না। যাঁরা সিনেমার জন্য টাকা দেবেন তাঁরা সকলেই ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হবেন। এখানে যদি ঘৃণা ছড়ানোর বিষয় থাকতো তাহলে অবশ্যই সিনেমা নির্মাণ হতো। আমার বিশ্বাস একদিন নিশ্চয়ই ঘৃণা বা বিদ্বেষ শেষ হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নাসিরুদ্দিন শাহ
মোদী সরকারের ৯ বছর: কেন্দ্রের উদ্দেশ্যে ৯টি গুরুতর প্রশ্ন তুলে বিজেপিকে চাপে ফেললো কংগ্রেস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in