Odisha: জামিন পেয়েও কারাগারে; অবিলম্বে আদিবাসী নেতা সালা মারান্ডির মুক্তির দাবি জানালেন বৃন্দা কারাত

People's Reporter: গতকাল সালা মারান্ডির সঙ্গে কারাগারে সাক্ষাতের পর তিনি বলেন, এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে আদালত জামিন মঞ্জুর করা সত্ত্বেও বিভিন্ন কারণে তাঁকে এখনও জেল থেকে মুক্তি দেওয়া হয়নি।
কারাগারে গিয়ে সালা মারান্ডির সঙ্গে দেখা করলেন বৃন্দা কারাত, ডানদিকে সালা মারান্ডি
কারাগারে গিয়ে সালা মারান্ডির সঙ্গে দেখা করলেন বৃন্দা কারাত, ডানদিকে সালা মারান্ডিগ্রাফিক্স - আকাশ
Published on

অবিলম্বে ওড়িশার সালিয়া সহি আদিবাসী আন্দোলনের নেতা সালা মারান্ডির মুক্তির দাবি জানালেন আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ (AARM)-র সহ সভাপতি বৃন্দা কারাত। শুক্রবার ভুবনেশ্বরে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির এক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে এই দাবি জানান সিপিআইএম নেত্রী।

গতকাল সালা মারান্ডির সঙ্গে কারাগারে গিয়ে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে আদালত জামিন মঞ্জুর করা সত্ত্বেও জামিন সংক্রান্ত তথ্যাদি যাচাইয়ে অযৌক্তিক এবং ইচ্ছাকৃত দেরির কারণে সালা মারান্ডি এখনও জেল থেকে মুক্তি পাননি।

তিনি আরও বলেন, এই দেরি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং পুলিশের প্রতিহিংসাপরায়ণ মনোভাবের প্রতিফলন। এর একমাত্র উদ্দেশ্য গণতান্ত্রিক প্রতিরোধ দমন করা এবং আদিবাসী নেতৃত্বকে ভয় দেখানো।

গতকাল ভুবনেশ্বর স্পেশাল জেলে গিয়ে সালা মারান্ডির সঙ্গে সাক্ষাতের পর তিনি পুলিশ কমিশনার দেবদত্ত সিং-এর সঙ্গে দেখা করে জামিনপ্রাপ্ত সালা মারান্ডিকে অবিলম্বে মুক্তি দেবার অনুরোধ জানান। এই প্রসঙ্গে বৃন্দা কারাত জানিয়েছেন, পুলিশ কমিশনার আমাদের কথা শুনেছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।  

এদিন মহিলা পরিচালিত সেলফ হেল্প গ্রুপের জন্য সুদ বিহীন ঋণের জন্য দাবি জানিয়ে তিনি বলেন, বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কারণে রাজ্য জুড়ে ঋণগ্রস্ত গরিব মহিলার সংখ্যা বেড়েছে। এই বিষয়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে দশ দফা দাবিপত্র জমা দেওয়া হয়েছে। যেখানে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলোকে (SHG) বিনা সুদে ঋণ দেবার দাবি জানানো হয়েছে।

গতকালই তিনি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির (AIDWA) এক কর্মসূচিতে যোগ দিয়ে ২০০৬ সালের বন অধিকার আইন (FRA) এবং অন্যান্য আইন অনুসারে সালিয়া সহি আদিবাসী গ্রামের ৫৫৬টি বাস্তুচ্যুত পরিবারের মর্যাদাপূর্ণ এবং আইনানুগ পুনর্বাসনের দাবি জানান।

কারাগারে গিয়ে সালা মারান্ডির সঙ্গে দেখা করলেন বৃন্দা কারাত, ডানদিকে সালা মারান্ডি
Rajasthan: হনুমানগড়ে ইথানল কারখানার বিরুদ্ধে বিক্ষোভ চতুর্থ দিনে - পুলিশি লাঠিচার্জের নিন্দায় CPIM
কারাগারে গিয়ে সালা মারান্ডির সঙ্গে দেখা করলেন বৃন্দা কারাত, ডানদিকে সালা মারান্ডি
CPIM: 'বাংলাকে বাঁচাতে বামপন্থার পুনরুত্থান চাই' - ২৯ নভেম্বর থেকে 'বাংলা বাঁচাও যাত্রা' CPIM-এর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in