Narayana Murthy: ভাতা নয়, কর্মসংস্থান করুন - দেশের আর্থিক বৃদ্ধি প্রসঙ্গে মন্তব্য নারায়ণ মূর্তির

People's Reporter: নারায়ণ মূর্তির এই বক্তব্যের পরই বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছেন রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রতিশ্রুতির বিরোধিতা করছেন তিনি।
নারায়ণ মূর্তি
নারায়ণ মূর্তিফাইল ছবি
Published on

ভাতা নয়, কর্মসংস্থান তৈরি করুন। তাতে দেশের আর্থিক বৃদ্ধি ঘটবে। নির্বাচনে জিততে রাজনৈতিক দলগুলির ভাতা দেওয়ার 'প্রতিযোগিতা'র সরাসরি বিরোধিতা না করলেও এমনটাই দাবি করছেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি।

বুধবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মূর্তি বলেন, "উদ্যোক্তারা যদি নানান উদ্যোগ তৈরি করতে পারেন, তাহলে রৌদ্রোজ্জ্বল সকালে শিশিরের মতো দারিদ্র্য অদৃশ্য হয়ে যাবে। আমার কোনও সন্দেহ নেই যে আপনারা প্রত্যেকেই লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করবেন এবং এভাবেই আপনারা দারিদ্র্য সমস্যার সমাধান করবেন। বিনামূল্যে উপহার বা ভাতা দিয়ে আপনি দারিদ্র্য সমস্যার সমাধান করতে পারবেন না। কোনও দেশই এতে সফল হয়নি।"

নারায়ণ মূর্তির এই বক্তব্যের পরই বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছেন রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রতিশ্রুতির বিরোধিতা করছেন তিনি। কারণ নির্বাচনে জিততে কোনও দল মাসে ১০০০ টাকা আবার কোনও দল মাসে ২৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

উল্লেখ্য, রাজনৈতিক দলগুলির ভাতা দেওয়ার নিন্দা করেছে দেশের সুপ্রিম কোর্টও। গত মাসে এক শুনানির সময়, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণে বলে, মানুষ বিনামূল্যে রেশন এবং অর্থ পাচ্ছে বলে কাজ করতে চাইছে না।

বেঞ্চের পর্যবেক্ষণ, “মানুষকে সমাজের মূলস্রোতে এনে দেশের উন্নয়নে অবদান রাখতে কার্যত কোনও রাজনৈতিক দলই উৎসাহ দেয় না। ফলে একটি পরজীবী শ্রেণি তৈরি হচ্ছে। ভোটের আগে লড়কী বহিনের (মহারাষ্ট্রে নির্বাচনের আগে চালু হওয়া প্রকল্পা) মতো একাধিক প্রকল্প চালু করার ফলে মানুষ ক্রমশ কর্মবিমুখ হয়ে উঠেছে। কাজ না করলেও রেশন মিলছে, টাকাও আসছে”।

উল্লেখ্য, বাড়ির মহিলাদের হাতে মাসিক নগদ টাকা তুলে দেওয়ার শুরু পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের হাত ধরেই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের অধীনে প্রথমে মহিলাদের ৫০০ করে টাকা দেওয়া হলেও, পরে তা বাড়িয়ে করা হয় ১০০০। এরপর একাধিক রাজ্যে এই প্রকল্প চালু হয়।

নারায়ণ মূর্তি
Haryana: জেল খাটা বিতর্কিত সমাজকর্মীকে নারী দিবসে সম্মান হরিয়ানার মুখ্যমন্ত্রীর
নারায়ণ মূর্তি
ক্ষমতায় এসে প্রথম বাজেটেই মহিলা ভাতায় কোপ, ১০ হাজার কোটি বরাদ্দ কমল ‘লেড়কি বহিন’ প্রকল্পে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in