
বিহারের বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে নারী শক্তিকে প্রাধান্য দিতে বড়সড় ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (Nitish Kumar)। রাজ্যের সরকারি চাকরির প্রতিটি বিভাগের ৩৫ শতাংশ পদ কেবলমাত্র বিহারের স্থায়ী বাসিন্দা মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। মঙ্গলবার একথা ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার নীতিশ কুমার জানিয়েছেন, “সকল রাজ্য সরকারি চাকরিতে সকল বিভাগ, স্তর এবং সব ধরণের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিহারের আদি বাসিন্দা মহিলা প্রার্থীদের জন্য ৩৫% সংরক্ষণের ব্যবস্থা থাকবে"। পাটনায় মন্ত্রিসভা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে নীতিশ আরও লেখেন, এই পদক্ষেপের লক্ষ্য বিহারে আরও বেশি সংখ্যক মহিলা কর্মক্ষেত্রে প্রবেশ করুন এবং প্রশাসনে বৃহত্তর ভূমিকা পালন করুন। সকল স্তর এবং বিভাগে সরকারি চাকরিতে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য সরকারের প্রচেষ্টা এটি।
যুব সমাজের প্রতি তাঁর সরকারের প্রচেষ্টা আরও জোরদার করতে মুখ্যমন্ত্রী বিহার যুব কমিশন গঠনের ঘোষণাও করেন। তিনি বলেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে বিহারের যুবকদের আরও কর্মসংস্থানের সুযোগ প্রদান, তাঁদের প্রশিক্ষণ এবং সক্ষম করে তোলার জন্য সরকার বিহার যুব কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা আজ এই বিষয়ে অনুমোদন দিয়েছে"।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিহার যুব কমিশন রাজ্যের যুবকদের উন্নয়ন ও কল্যাণ সম্পর্কিত সকল বিষয়ে সরকারকে পরামর্শ দেবে। তরুণদের জন্য উন্নত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার জন্য এটি সরকারি বিভাগগুলির সাথে সমন্বয় করবে।
এই কমিশনে একজন চেয়ারম্যান, দু'জন ভাইস চেয়ারম্যান এবং সাত জন সদস্য থাকবে। যাদের সকলের বয়স ৪৫ বছরের কম থাকতে হবে। এটি রাজ্যের অভ্যন্তরে বেসরকারি খাতের চাকরিতে স্থানীয় যুবকদের অগ্রাধিকার দেওয়াও পর্যবেক্ষণ করবে। এছাড়া রাজ্যের বাইরে পড়াশোনা বা নিযুক্ত বিহারের ছাত্র এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে।
নীতিশ কুমার আরও বলেন, “কমিশনকে মদ এবং মাদকের অপব্যবহারের মতো সামাজিক কুফল রোধে কর্মসূচি প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হবে এবং এই ধরনের বিষয়ে সরকারকে সুপারিশ করবে"।
রাজ্য সরকারের এই উদ্যোগের লক্ষ্য বিহারের যুবকদের স্বাবলম্বী, দক্ষ এবং কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা, যা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন