MP: রামচরিতমানসের পর এবার ভগবত গীতা পাঠ! মধ্যপ্রদেশ পুলিশের প্রশিক্ষণে নয়া নির্দেশিকা

People's Reporter: জুলাই মাসে প্রশিক্ষণরত পুলিশকর্মীদের রামচরিতমানস পাঠের নির্দেশ দিয়েছিলেন মধ্যপ্রদেশ পুলিশের এডিজি (প্রশিক্ষণ) রাজাবাবু সিং।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

মধ্যপ্রদেশ পুলিশের কনস্টেবলের প্রশিক্ষণে এবার থেকে পাঠ করতে হবে ভগবত গীতা। প্রশিক্ষণরত পুলিশকর্মীদের সৎ এবং শৃঙ্খলাবদ্ধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে প্রশাসনের দাবি।

জুলাই মাসে প্রশিক্ষণরত পুলিশকর্মীদের রামচরিতমানস পাঠের নির্দেশ দিয়েছিলেন মধ্যপ্রদেশ পুলিশের এডিজি (প্রশিক্ষণ) রাজাবাবু সিং। এবার ভগবত গীতা পাঠের নির্দেশ দিলেন। তিনি রাজ্যের আটটি পুলিশ প্রশিক্ষণ স্কুলের তত্ত্বাবধায়কদের ভগবত পাঠ শুরু করার নির্দেশ দিয়েছেন। বর্তমানে প্রায় ৪,০০০ মহিলা ও পুরুষ পুলিশকর্মী জুলাই থেকে ৯ মাসের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।

নির্দেশ অনুযায়ী, প্রত্যেক পুলিশকর্মীকে ধ্যানের আগে ভগবত গীতার অন্তত একটি অধ্যায় পাঠ করতে হবে। রাজাবাবু সিং বলেন, "ভগবত গীতা আমাদের ধর্মগ্রন্থ। এর নিয়মিত পাঠ প্রশিক্ষণার্থীদের সৎ পথে চলতে সাহায্য করবে এবং তাদের জীবন আরও সুন্দর হবে"।

রামচরিতমানস পাঠের সময় তাঁর যুক্তি ছিল, এই গ্রন্থে শৃঙ্খলা, নীতি এবং ভগবান রামের গুণাবলি বর্ণিত হয়েছে, যা প্রশিক্ষণার্থীদের চরিত্র গঠনে সহায়ক হবে। তাই সকলেরই এই গ্রন্থ পড়া উচিত।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে গোয়ালিয়র রেঞ্জের পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় রাজাবাবু সিং জেলবন্দি ও সাধারণ নাগরিকদের মধ্যে ভগবত গীতা বিতরণের উদ্যোগ নিয়েছিলেন। তাঁর দাবি ছিল নৈতিক ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার লক্ষ্যেই এই পদক্ষেপ।

প্রতীকী ছবি
১৮০০ কোটির সরকারি জমি ৩০০ কোটি টাকায় বিক্রি অজিত পাওয়ারের ছেলের সংস্থাকে, তদন্তের নির্দেশ
প্রতীকী ছবি
Bihar Polls 25: বেশ কয়েকজন বিজেপি নেতা দিল্লি এবং বিহার - দু'জায়গাতেই ভোট দিয়েছেন - রাহুল গান্ধী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in