১৮০০ কোটির সরকারি জমি ৩০০ কোটি টাকায় বিক্রি অজিত পাওয়ারের ছেলের সংস্থাকে, তদন্তের নির্দেশ

১৮০০ কোটির সরকারি জমি ৩০০ কোটি টাকায় বিক্রি অজিত পাওয়ারের ছেলের সংস্থাকে, তদন্তের নির্দেশ

People's Reporter: রিপোর্ট অনুযায়ী মুন্ধওয়ায় ৪৩ একর জমি রয়েছে। জমিটির বাজারমূল্য ১৮০০ কোটি টাকা। কিন্তু জমি বিক্রি করা হয়েছে ৩০০ কোটি টাকায়।
Published on

কয়েক হাজার কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ উঠলো মহারাষ্ট্রের উপ-মুখমন্ত্রী অজিত পাওয়ারের পুত্র পার্থ পাওয়ারের বিরুদ্ধে। যার উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী ১৮০০ কোটি টাকার সরকারি জমি হস্তান্তরে অনিয়ম ধরা পড়েছে। ইনস্পেকটর জেনেরাল অফ রেজিস্ট্রেশন (IGR)-র জমা করা একটি রিপোর্টে এই বেনিয়মের উল্লেখ রয়েছে। রিপোর্টটি অতিরিক্ত মুখ্যসচিবের কাছে পাঠানো হয়েছে। পুনের মুন্ধওয়া এলাকায় সরকারের সাথে যুক্ত একটি জমি বিক্রি এবং রেজিস্ট্রেশন নিয়েই অভিযোগ।

রিপোর্ট অনুযায়ী মুন্ধওয়ায় ৪৩ একর জমি রয়েছে। জমিটির বাজারমূল্য ১৮০০ কোটি টাকা। কিন্তু জমি বিক্রি করা হয়েছে ৩০০ কোটি টাকায়। পার্থ পাওয়ারের সাথে সম্পর্কিত একটি সংস্থা আমেডিয়া এন্টারপ্রাইজেস এলএলপি-র কাছে জমিটি বিক্রি করা হয়। ইন্ডিয়ান বোটানিক্যাল সার্ভেকে ১৫ বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল, যার মেয়াদ ৫০ বছর বাড়িয়ে ২০৩৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু তার আগেই কীভাবে অন্য সংস্থার কাছে বিক্রি করা হল? সেই প্রশ্নই উঠছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই একজন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে এবং একটি কমিটি গঠন করা হয়েছে। ৮ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেবে ওই কমিটি।

তদন্তকারীরা জানান, বিক্রয় মূল্য ৩০০ কোটি টাকা হলেও, কর সহ মোট প্রদেয় স্ট্যাম্প শুল্ক প্রায় ২১ কোটি টাকা হওয়া উচিত ছিল। পরিবর্তে, দলিলটি মাত্র ৫০০ টাকার টোকেন স্ট্যাম্প শুল্কের জন্য নিবন্ধিত হয়েছিল। ফলে সরকারি কোষাগারে ক্ষতি হয়েছে।

রাজ্য সরকার স্ট্যাম্প শুল্ক ও নিবন্ধন বিভাগের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তদন্ত এবং রাজস্ব ক্ষতির পরিমাণ মূল্যায়ন করার জন্য একটি উচ্চ-স্তরের কমিটি গঠন করেছে। সেই কমিটি কী রিপোর্ট দেয় সেদিকেই সকলের নজর।

১৮০০ কোটির সরকারি জমি ৩০০ কোটি টাকায় বিক্রি অজিত পাওয়ারের ছেলের সংস্থাকে, তদন্তের নির্দেশ
JNUSU Election 25: জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে চার আসনেই হার এবিভিপির - জয়ী বাম জোট
১৮০০ কোটির সরকারি জমি ৩০০ কোটি টাকায় বিক্রি অজিত পাওয়ারের ছেলের সংস্থাকে, তদন্তের নির্দেশ
Uttar Pradesh: উত্তরপ্রদেশে জারি ফ্যাক্টরি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট - কাজের সময় হতে পারে ১২ ঘণ্টা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in