দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNU) চারটি মুখ্য আসনেই জয়ী হল বাম জোট লেফট ইউনিটি। এসএফআই সূত্রে প্রাপ্ত খবর অনুসারে সভাপতি, সহ সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছে বাম জোটের প্রার্থীরা। কোনও আসনেই জয়লাভ করতে পারেনি আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। গতবার তাদের দখলে থাকা পদেও এবার পরাজিত হয়েছে এবিভিপি।
এখনও পর্যন্ত হওয়া গণনা অনুসারে –
সভাপতি -
অদিতি মিশ্র (বাম) – ২০১৫
বিকাশ প্যাটেল (এবিভিপি) - ১৫৩৭
শিন্দে বিজয়লক্ষ্মী (PSA) – ১৩১০
অদিতি এগিয়ে ৪১৪ ভোটে
সহ-সভাপতি
কে. গোপিকা (বাম) – ৩২২০
তানিয়া কুমারী (এবিভিপি) – ১৮৩৫
কে গোপিকা এগিয়ে ১,৩৮৫ ভোটে
সম্পাদক
সুনীল যাদব (বাম) – ২১২৫
রাজেশ্বর কান্ত দুবে (এবিভিপি) – ১৯৮০
সুনীল যাদব এগিয়ে ১৪৫ ভোটে
যুগ্ম সম্পাদক
দানিশ আলী (বাম) – ২১৮৪
অনুজ দামারা (এবিভিপি) – ১৮৮৩
দানিশ আলি এগিয়ে ৩০১ ভোটে।
জেএনইউ-এর এবারের ছাত্র সংসদ নির্বাচনে বামেরা (লেফট ইউনিটি) একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। এই জোটে ছিল এসএফআই, আইসা, ডিএসএফ। অন্যদিকে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি প্রতিদ্বন্দ্বিতা করে।
গতবারের নির্বাচনে ৭০ শতাংশের কাছাকাছি ভোট পড়লেও এবার ভোট পড়েছে ৬৭ শতাংশ। গত ৪ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন