Bihar Polls 25: বিহার নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে এনডিএ, বামেদের থেকেও পিছিয়ে কংগ্রেস!

People's Reporter: ২০২৫ বিহার বিধানসভা নির্বাচনে বামেরা মোট ৩৩টি আসনে লড়েছে। কংগ্রেস লড়েছে ৬০টি আসনে। সেখানে বামেরা এগিয়ে রয়েছে ৫টি আসনে এবং কংগ্রেস এগিয়ে ৪টি আসনে।
রাহুল গান্ধী
রাহুল গান্ধীছবি - রাহুল গান্ধীর ফেসবুক পেজ
Published on

বিহারে বিপর্যয় মহাগঠবন্ধনে। ইতিহাস বদলে আসন জেতার নিরিখে বিহারের একক সর্ববৃহৎ দল হতে চলেছে বিজেপি। অন্যদিকে বামেদের থেকেও বিহারে পিছিয়ে গেল কংগ্রেস। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী কংগ্রেস এগিয়ে মাত্র ৪টি আসনে।

২০২৫ বিহার বিধানসভা নির্বাচনে বামেরা মোট ৩৩টি আসনে লড়েছে। কংগ্রেস লড়েছে ৬০টি আসনে। সেখানে বামেরা এগিয়ে রয়েছে ৫টি আসনে এবং কংগ্রেস এগিয়ে ৪টি আসনে। বিভূতিপুর আসনে সিপিআইএম প্রার্থী অজয় কুমার ১১ রাউন্ড গণনার শেষে ১৬২১ ব্যবধানে এগিয়ে রয়েছেন।

সিপিআইএম (এম-এল) (লিবারেশন) এগিয়ে রয়েছে ৪টি আসনে। ফুলওয়ারি কেন্দ্রে গোপাল রবি দাস ১৫ রাউন্ডের পর এগিয়ে রয়েছেন ২৩৭৩ ব্যবধানে। পালিগঞ্জ কেন্দ্রে ১৫ রাউন্ড গণনার পর ২৩০৯ ভোটে এগিয়ে সিপিআই (এম-এল) (লিবারেশন) প্রার্থী সন্দীপ সৌরভ। কারাকাট কেন্দ্রে ২২৫৫ ব্যবধানে এগিয়ে অরুণ সিং এবং ঘোষি কেন্দ্রে এগিয়ে রম্বালি সিং যাদব। তিনি ১১ রাউন্ডের পর ৩৭৮০ ভোটে এগিয়ে।

অন্যদিকে কংগ্রেস বাল্মিকী নগর, কিষাণগঞ্জ, মনিহারি এবং বেগুসরাইতে এগিয়ে রয়েছে। ১৩ রাউন্ড গণনা শেষে বাল্মিকী নগরে ৫০৩ ভোটে এগিয়ে সুরেন্দ্র প্রসাদ। কিষাণগঞ্জ কেন্দ্রে ১৪ রাউন্ড গণনার পর ১৫৯৩৭ ভোটে এগিয়ে মহম্মদ কামরুল হোদা। মনিহারি কেন্দ্রে ৭৩২২ ভোটের লিড রয়েছে কংগ্রেস প্রার্থী মনোহর প্রসাদ সিং-এর। বেগুসরাই কেন্দ্রে ১০ রাউন্ড গণনা শেষে ৩৯০৫ ভোটে এগিয়ে অমিতা ভূষণ।

উল্লেখ্য, দুপুর ২টো পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী ৯১টি আসনে এগিয়ে বিজেপি, ৭৯ আসনে এগিয়ে জেডিইউ, আরজেডি এগিয়ে ২৭টি আসনে, এলজেপি (রাম বিলাস) এগিয়ে ২২ আসনে, এআইএমআইএম ৫ আসনে, হ্যাম ৫ আসনে, রাষ্ট্রীয় লোক মোর্চা ৪ আসনে এবং বহুজন সমাজ পার্টি এগিয়ে রয়েছে ১টি আসনে।

রাহুল গান্ধী
Bye Election: ৬ রাজ্যের ৮ কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা - বিজেপি ও কংগ্রেস এগিয়ে ২টি করে আসনে
রাহুল গান্ধী
'নির্বাচনের আগেই কেন দেশে বিস্ফোরণ হয়?' - সিদ্দারামাইয়ার মন্তব্যের তীব্র সমালোচনা বিজেপির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in