Bye Election: ৬ রাজ্যের ৮ কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা - বিজেপি ও কংগ্রেস এগিয়ে ২টি করে আসনে

People's Reporter: এই ৮ কেন্দ্রের মধ্যে জম্মু ও কাশ্মীরে ২টি আসন এবং ঝাড়খন্ড, মিজোরাম, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান এবং তেলেঙ্গানায় ১টি করে আসন।
কংগ্রেস-বিজেপি পতাকা
কংগ্রেস-বিজেপি পতাকাপ্রতীকী ছবি
Published on

বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনার সঙ্গে সঙ্গে দেশের ৬ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলের ৮ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা চলছে। এই ৮ কেন্দ্রের মধ্যে জম্মু ও কাশ্মীরে ২টি আসন এবং ঝাড়খন্ড, মিজোরাম, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান এবং তেলেঙ্গানায় ১টি করে আসন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সূত্র অনুসারে শেষ খবর পাওয়া পর্যন্ত তেলেঙ্গানার জুবিলি হিলস কেন্দ্রে বিআরএস প্রার্থী মগন্তি সুনীতা গোপীনাথ-এর চেয়ে ২,৯৯৫ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী নবীন যাদব। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তৃতীয় স্থানে আছেন।

রাজস্থানের আন্টা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন নিকটতম নির্দল প্রার্থী নরেশ মীনার চেয়ে ১,৯২৯ ভোটে এগিয়ে আছেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তৃতীয় স্থানে আছেন।

পাঞ্জাবের তরণ তারণ কেন্দ্রে আম আদমি পার্টির হরমীত সিং সান্ধু শিরোমণি আকালি দলের সুখবিন্দার কাউরের চেয়ে ১,৮৩৬ ভোটে এগিয়ে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী তৃতীয় স্থানে এবং বিজেপি প্রার্থী পঞ্চম স্থানে আছেন।

ওড়িশার নুয়াপাড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী জয় ঢোলাকিয়া বিজেডি প্রার্থী স্নেহাঙ্গিনি চুরিয়ার থেকে ২৫,৩৪৬ ভোট এগিয়ে আছেন। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী তৃতীয় স্থানে আছেন।

ঝাড়খন্ডের ঘাটশিলা কেন্দ্রে সোমেশ চন্দ্র সোরেন বিজেপি প্রার্থী বাবুলাল সোরেনের চেয়ে ৭,৫৪১ ভোটে এগিয়ে আছেন।

মিজোরামের ডাম্পা কেন্দ্রে মিজো ন্যাশনাল ফ্রন্ট প্রার্থী ডঃ লালথাংলিয়ানা জেডপিএম প্রার্থী ভানলালসাইলোভার থেকে ৫৬২ ভোটে এগিয়ে আছেন। এই কেন্দ্রে তৃতীয় স্থানে আছে কংগ্রেস প্রার্থী।

জম্মু ও কাশ্মীরের নাগরোটা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবায়নী রানা প্যানথারস পার্টির হর্ষ দেব সিং-এর চেয়ে ২১,৪২৪ ভোটে এগিয়ে আছেন।

জম্মু ও কাশ্মীরের বুদগাম কেন্দ্রে পিডিপি প্রার্থী আগা সৈয়দ মুন্তাজির মেহেদি ন্যাশনাল কনফারেন্স প্রার্থী আগা সৈয়দ মেহমুদ মোসাভির থেকে ১,০৯১ ভোটে এগিয়ে আছেন। এই কেন্দ্রে ষষ্ঠ স্থানে আছে বিজেপি প্রার্থী।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in