Pahalgam: পহেলগাঁওয়ের ঘটনার তীব্র নিন্দা, স্থগিত ওয়াকফ রক্ষা আন্দোলন! ঘোষণা মুসলিম বোর্ডের

People's Reporter: পহেলগাঁও জঙ্গী হানাকে ‘কাপুরুষোচিত’ অ্যাখ্যা দিয়েছে মুসলিম সংগঠনগুলি। তাদের বক্তব্য, নাগরিক সমাজে সন্ত্রাসের কোনও স্থান নেই।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি সংগৃহীত
Published on

মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে গেছে মর্মান্তিক জঙ্গী হানা। যে ঘটনায় জঙ্গীদের গুলিতে নিহত হয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। এই ঘটনার প্রতি সংহতি জানিয়ে ওয়াকফ রক্ষা আন্দোলন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)।

বুধবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড-এর পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং নিন্দনীয়। নিহতদের পরিবারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ৩ দিনের জন্য ওয়াকফ রক্ষা আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিন পর ফের আন্দোলন শুরু হবে।

পহেলগাঁওয়ের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় মুসলিম সংগঠন জামাত-ই-ইসলামিক হিন্দ এবং উলানা-ই-হিন্দ। এই ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে অ্যাখ্যা দিয়েছে মুসলিম সংগঠনগুলি। তাদের বক্তব্য, নাগরিক সমাজে সন্ত্রাসের কোনও স্থান নেই।

এবিষয়ে জামাত-ই-ইসলামির সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি বলেন, “ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। বিদেশী পর্যটক-সহ নিরীহ মানুষের প্রাণহানি গভীরভাবে দুঃখজনক। এই ধরণের বর্বর কাজের কোনও যুক্তি থাকতে পারে না। এটি সম্পূর্ণ অমানবিক এবং নিন্দনীয়। এই অমানবিক ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের বিচারের আওতায় আনা উচিত এবং কঠোরতম শাস্তি দেওয়া উচিত”।

প্রতীকী ছবি
Waqf: 'ঘৃণ্য রাজনীতি' - নিশিকান্ত দুবের 'মুসলিম কমিশনার'-এর পাল্টা জবাব এস ওয়াই কুরেশির
প্রতীকী ছবি
Pahalgam: পহেলগাঁও জঙ্গী হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামলো CPIM, শুক্রে কলকাতায় কেন্দ্রীয় মিছিল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in