Mumbai: মুম্বাইতে ৩৪টি গাড়িতে লুকিয়ে ৪০০ কেজি RDX! উৎসবের মরশুমে নাশকতার হুমকি, জারি 'হাই অ্যালার্ট'

People's Reporter: নিজেকে 'লস্কর-ই-জিহাদি' বলে পরিচয় দিয়েছে। এছাড়া আরও জানানো হয়েছে, ১৪ জন পাকিস্তান জঙ্গি ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে।
গেটওয়ে অফ ইন্ডিয়া
গেটওয়ে অফ ইন্ডিয়াফাইল ছবি - সংগৃহীত
Published on

মুম্বইতে আবারও সন্ত্রাসবাদীদের হুমকি। হোয়াটস অ্যাপ-এর মাধ্যমে আসা হুমকি মেসেজে বলা হয়েছে ৩৪টি গাড়িতে মানব বোমা রাখা হয়েছে। যাতে আছে ৪০০ কেজি আরডিএক্স। যার জেরে বিস্ফোরণে কেঁপে উঠবে বাণিজ্যনগরী। যা ১ কোটি মানুষের প্রাণ কাড়তে সক্ষম। বার্তা পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। গোটা শহর জুড়ে জারি করা হয়েছে 'হাই অ্যালার্ট'।

শনিবার অনন্ত চতুর্দশীতে ১০ দিন ব্যাপী গণেশ উৎসবের বিসর্জনকে ঘিরে গোটা শহর উৎসবের আবহে মেতে উঠবে। ঠিক তার আগেই মুম্বাইয়ের ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে হুমকি বার্তা পাঠানো হয়। যেখানে লেখা হয়েছে - ৩৪ টি মানব বোমা রাখা গাড়ি মুম্বইয়ের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। তাতে মোট ৪০০ কেজি আরডিএক্স রয়েছে। এই বোমা এক কোটি মানুষের প্রাণ কাড়তে সক্ষম।

এই বার্তা পাওয়ার পর তৎপর হয়ে উঠেছে মুম্বাই পুলিশ। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। পার্কিং লট থেকে শুরু করে শপিং মল, রেলস্টেশন, এমনকি বহুতলের বেসমেন্টে পর্যন্ত চলছে তল্লাশি। মুম্বই পুলিশের পাশাপাশি অ্যান্টি-টেররিজম স্কোয়াডকেও (ATS) তল্লাশি চালাচ্ছে।

পুলিশের এক শীর্ষ কর্তা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, “আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা রাখে। সমস্ত জায়গায় নজরদারি চলছে। কোথাও কোনও ফাঁক রাখা হচ্ছে না।” যদিও আতঙ্ক না ছড়াতে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ারও অনুরোধ করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটা ভুয়ো হুমকি বার্তা। তবে এটা নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ পুলিশ।

উল্লেখ্য, গণেশ উৎসব মুম্বইয়ের অন্যতম বড় অনুষ্ঠান। দশ দিন চলা এই উৎসবে শনিবার বিসর্জনের শোভাযাত্রা। এদিন লক্ষ লক্ষ ভক্ত সামিল হবেন। সেই ভিড়ের নিরাপত্তা নিয়ে আগেই বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছিল। হঠাৎ পাওয়া এই হুমকির বার্তা সেই প্রস্তুতিকে আরও কড়া করে তুলল।

প্রশাসনের দাবি, প্রতিটি সম্ভাব্য বিপজ্জনক জায়গায় নজরদারি বসানো হয়েছে। গোয়েন্দা বিভাগের সঙ্গে হাত মিলিয়ে চলছে তল্লাশি। তবে উৎসবের আবহে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে, তার জন্য কড়া নজর রাখছে পুলিশ।

গেটওয়ে অফ ইন্ডিয়া
Cherrapunji: ভাঙল ১৬৪ বছরের রেকর্ড! ভারতের আর্দ্রতম স্থানের তকমা হারাল মেঘালয়ের চেরাপুঞ্জি
গেটওয়ে অফ ইন্ডিয়া
কুণালের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা মিঠুনের! 'রাজীব কুমার মডেলে' মোকাবিলার ঘোষণা তৃণমূল নেতার

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in