রাহুলের 'Bharat Jodo Yatra'য় হাঁটার 'অপরাধে' সাসপেন্ড আদিবাসী স্কুল শিক্ষক

কংগ্রেসের অভিযোগ, মধ্যপ্রদেশের BJP সরকার ভয় পেয়ে এই পদক্ষেপ নিচ্ছে। কংগ্রেস নেতা বালা বচ্চন বলেন, 'অনেক সরকারি কর্মী, আধিকারিকরা বিজেপির কর্মসূচিতে যোগ দেন। অথচ তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ হয় না।'
রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাসপেন্ডেড শিক্ষক রাজেশ কান্নাউজে(বামদিকে)
রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাসপেন্ডেড শিক্ষক রাজেশ কান্নাউজে(বামদিকে)

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় হাঁটার ‘অপরাধে’ চাকরি থেকে সাসপেন্ড করার অভিযোগ উঠলো এক আদিবাসী স্কুল শিক্ষককে। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। কর্তৃপক্ষ দাবি করেছে, সরকারি স্কুলের শিক্ষক হয়ে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ায় সাসপেন্ড করা হয়েছে ওই ব্যক্তিকে।

এই ঘটনার জেরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে মধ্যপ্রদেশের BJP সরকার ভয় পেয়ে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে।

জানা গিয়েছে, সাসপেন্ড হওয়া ওই শিক্ষকের নাম নাম রাজেশ কান্নাউজে (Rajesh Kannoje)। মধ্যপ্রদেশের কুনজারির এক প্রাথমিক স্কুলে পড়ান তিনি। গত ২৪ নভেম্বর, মধ্যপ্রদেশের খান্ডোয়াতে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেন তিনি।

রাহুল গান্ধীকে তীর ও ধনুক উপহার দেন এই শিক্ষক। পাশাপাশি, আদিবাসীদের সমস্যা ও বন অধিকার আইনের ৫ নং তফসিল বাস্তবায়নের দাবী তোলেন তিনি। এই 'অপরাধে' শিক্ষক রাজেশ কান্নাউজে ২৫ নভেম্বর, সাসপেন্ড করে শিবরাজ সিং চৌহান সরকার।

এ প্রসঙ্গে আদিবাসী দফতরের সহকারী কমিশনার নীলেশ রঘুবংশী জানান, একটি রাজনৈতিক দলের অধীনে ‘ভারত জোড়ো যাত্রা’-য় যোগ দিয়েছেন রাজেশ কান্নাউজে। এই পদযাত্রায় যোগ দিয়ে মধ্যপ্রদেশের সরকারি কর্মীদের জন্য জারি আচরণবিধি ভেঙেছেন তিনি।

তবে, কান্নাউজে বলেন, '১৯৯৭ সাল থেকে আমি স্কুলে শিক্ষকতা করে আসছি। এছাড়া, দুই দশক ধরে উপজাতীয় অধিকার কর্মী হিসেবে কাজ করছি। আমি প্রায়শই আদিবাসী সংগঠনের সমাবেশে যোগদান করি এবং নির্যাতিতদের জন্য আওয়াজ তুলি। কিন্তু, রাহুল গান্ধীর সাথে দেখার আগে পর্যন্ত সরকার এ নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি।'

নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, 'আমি জানতাম না যে, বিরোধী দলের নেতাদের সঙ্গে সমাজের হয়ে কথা বলা সরকারি চাকরিতে নিষেধ। একটি নিপীড়িত সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে আমি যাত্রায় যোগ দিয়েছিলাম। এটি আমার অধিকার।'

এদিকে, এই ঘটনা প্রসঙ্গে BJP সরকারকে তোপ দেগেছেন কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চন। তিনি জানান, 'অনেক সরকারি কর্মী, আধিকারিকরা বিজেপির কর্মসূচিতে যোগ দেন। অথচ তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না।'

রাজ্য কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারপার্সন কে কে মিশ্র একটি টুইট বার্তায় বলেন, 'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন অনুষ্ঠানে সরকারী কর্মীদের অংশ নেওয়ার অনুমতি দিয়েছে শিবরাজ সিং চৌহান সরকার। কিন্তু, রাহুল গান্ধীকে উপহার দেওয়ার জন্য রাজেশ কান্নাউজে নামে এক আদিবাসীকে বরখাস্ত করা হয়েছে।'

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাসপেন্ডেড শিক্ষক রাজেশ কান্নাউজে(বামদিকে)
Lakhimpur Kheri: কৃষক হত্যায় অভিযুক্ত মন্ত্রীপুত্রের আবেদন খারিজ UP আদালতে, আজই চার্জ গঠন
রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাসপেন্ডেড শিক্ষক রাজেশ কান্নাউজে(বামদিকে)
Chhattisgarh: চাকরি-শিক্ষাক্ষেত্রে ৭৬% সংরক্ষণ, ভোটের আগে চমক কংগ্রেস সরকারের!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in