MP: রামমোহন ব্রিটিশদের দালাল - মধ্যপ্রদেশের বিজেপি সরকারের উচ্চ শিক্ষামন্ত্রীর বক্তব্যে তীব্র বিতর্ক

People's Reporter: যদিও বিতর্কের পর তিনি ক্ষমা চান। ভিডিও বার্তায় তিনি বলেন, প্রখ্যাত সমাজ সংস্কারক শ্রী রাজা রামমোহন রায় সমাজ উন্নয়নে অনেক কাজ করেছেন। তাঁর সম্পর্কে আমি ভুল করে কিছু কথা বলেছি।
রাজা রামমোহন রায় ও মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমার
রাজা রামমোহন রায় ও মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমারগ্রাফিক্স আকাশ
Published on

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রীর মুখে সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের নিন্দা। শনিবার মধ্যপ্রদেশের আগর মালওয়া (Agar Malwa) জেলায় বীরসা মুন্ডার ১৫০তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা ও মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমার বলেন রাজা রাম মোহন রায় ‘ব্রিটিশদের দালাল’ ছিলেন।

বিজেপি নেতার অভিযোগ, রাম মোহন রায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ইংরেজি শিক্ষার মাধ্যমে ‘ধর্মান্তরকরণের চক্র’ চালাতেন। তিনি আরও দাবি করেন, ব্রিটিশরা ভারতের বহু ‘ভুয়ো সমাজ সংস্কারক’কে ব্যবহার করে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানোর মাধ্যমে ধর্মান্তরকরণের কাজ চালাতো। রাজা রামমোহন রায়ও ‘ব্রিটিশদের দালাল’ হিসেবে সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

বিজেপি শাসিত রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রীর দাবি, বীরসা মুন্ডা এই প্রচেষ্টার বিরোধিতা করে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি আদিবাসী সমাজকে রক্ষা করেছিলেন।

যদিও শনিবার ইন্দর সিং পারমারের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। পরে রবিবার এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে নেন এবং ভুল স্বীকার করেন। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই ভিডিও বার্তায় তিনি বলেন, “প্রখ্যাত সমাজ সংস্কারক শ্রী রাজা রাম মোহন রায় মহাশয় তাঁর সময়ে সমাজ উন্নয়নে অনেক কাজ করেছেন। তাঁর সম্পর্কে আমি ভুল করে কিছু কথা বলে ফেলেছি। এর জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

রাজা রামমোহন রায় উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনে তাঁর ভূমিকার জন্য বিশেষভাবে পরিচিত। তিনি আধুনিক ভারতের নবজাগরণের জন্য পরিচিত। বেশ কয়েকটি গোঁড়া হিন্দু আচার-অনুষ্ঠানের সরাসরি বিরোধিতা, সতীদাহ প্রথা বিলোপের পক্ষে তাঁর বিরামহীন লড়াই চিরস্মরণীয়। এছাড়াও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর আপসহীন লড়াইয়ের কথাও অবশ্য উল্লেখ্য।

যদিও ইন্দর সিং পারমারের এই বক্তব্য কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও গোঁড়া হিন্দুত্ববাদীদের একাধিক বক্তব্যে রাজা রামমোহন রায়ের সমালোচনা করা হয়েছে এবং ‘ব্রিটিশদের দালাল’ বলা হয়েছে। ২০২৪-এর ২৯ ফেব্রুয়ারি “রাজা রামমোহন রায় - ভারতীয় সংস্কারক নাকি ব্রিটিশ দালাল? শীর্ষক এক প্রতিবেদনে নীতিন সাওয়ন্ত নামের এক ব্যক্তি একই দাবি করেছিলেন। তাঁর প্রতিবেদন তিনি রাজা রামমোহন সম্পর্কে লিখেছিলেন, “ঘনিষ্ঠভাবে পরীক্ষা করলে, এই "রাজা" কে একজন আত্ম-বিদ্বেষী ব্রিটিশ চাটুকার ছাড়া আর কিছুই মনে হয় না।”

রাজা রামমোহন রায় ও মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমার
সরকারি অনুষ্ঠানে স্কুলপড়ুয়াদের দিয়ে RSS-র গান গাওয়ানোর অভিযোগ! 'অসাংবিধানিক', কটাক্ষ কেরালা সরকারের
রাজা রামমোহন রায় ও মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমার
বিজেপিশাসিত রাজ্যে ফের দলিত নিগ্রহের অভিযোগ! বৃদ্ধকে প্রস্রাব চাটতে বাধ্য করল RSS নেতা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in