কর্নেল কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা BJP মন্ত্রীর বিরুদ্ধে মামলার নির্দেশ হাই কোর্টের

People's Reporter: মধ্যপ্রদেশ পুলিশের ডিজিকে মন্ত্রী বিজয় শাহর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট।
কর্নেল কুরেশি এবং বিজয় শাহ
কর্নেল কুরেশি এবং বিজয় শাহফাইল ছবি
Published on

কর্নেল সোফিয়া কুরেশির ধর্ম টেনে অবমাননাকর মন্তব্য করার জেরে আরও বিপাকে মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহ। বুধবার মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট।

সোমবার ইন্দোরের কাছে মোহাউতে তহসিলের মানপুরে একটি সরকারি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কর্নেল সোফিয়া কুরেশির নাম উল্লেখ না করে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজয় শাহ। যার ব্যাপক নিন্দা হয় দেশজুড়ে। দলের অন্দরেও সমালচনার মুখে পড়েন তিনি। আজ মধ্যপ্রদেশ পুলিশের ডিজিকে ওই মন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট।

হাইকোর্টের নির্দেশের পর ফের সরব হয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা উমাঙ্গ সিংহার বলেন, 'মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী বিজয় শাহ একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি এর আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজজির স্ত্রীর বিরুদ্ধেও মন্তব্য করেছিলেন। যার জেরে তাঁকে পদত্যাগও করতে হয়েছিল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই পুরো ঘটনায় নীরব, কিন্তু জব্বলপুর হাইকোর্ট (মধ্যপ্রদেশ হাইকোর্ট) এই বিষয়টি গ্রহণ করেছে এবং বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। আদালত তার কাজ করেছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও চুপ কেন, তিনি কখন বিজয় শাহের পদত্যাগপত্র নেবেন?'

প্রসঙ্গত, বিজয় শাহ বলেছিলেন, “ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদিজি ওদের (জঙ্গিদের) বোনকেই পাঠিয়েছেন ওদের বাড়িতে হামলার জন্য। ওরা (জঙ্গিরা) আমাদের বোনকে বিধবা করেছে, তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন”।

নিজের বক্তব্যে সোফিয়ার নাম উল্লেখ না করলেও, এই মন্তব্য যে তাঁকেই উদ্দেশ্য করে বলা হয়েছে, তা বুঝতে বাকি ছিল না কারও। কর্নেল কুরেশিকে ‘জঙ্গি সম্প্রদায়ের বোন’ বলে উল্লেখ করায় গোটা দেশ মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়।

বিতর্কের মুখে মন্ত্রী বিজয় শাহ জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, “কুরেশি আমার বোন এবং তিনি সন্ত্রাসীদের কর্মকাণ্ডের প্রতিশোধ নিয়েছেন। সোফিয়া আমার নিজের বোনের থেকেও বেশি সম্মানের। তাঁকে আমি স্যালুট জানাই”। এদিকে মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি ভি ডি শর্মা মন্ত্রীকে তলব করে বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শও দেন।

কর্নেল কুরেশি এবং বিজয় শাহ
ভারত-পাক সংঘাত আবহে নিরাপত্তা বাড়ানো হল জয়শঙ্করের! তালিকায় বিক্রম মিস্রি-সহ ২৫ বিজেপি নেতাও
কর্নেল কুরেশি এবং বিজয় শাহ
সুপ্রিম কোর্টের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিআর গাভাই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in