
সুপ্রিম কোর্টের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ (বিআর) গাভাই। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম তাঁকে শপথ বাক্য পাঠ করান। চলতি বছর ২৩ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি দায়িত্ব সামলাবেন বিআর গাভাই। তিনিই হলেন ভারতের প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান বিচারপতি।
বুধবার রাষ্ট্রপতি ভবনে বিচারপতি গাভাইয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বেলা ত্রিবেদী, বিচারপতি পি এস নরসিং প্রমূখরা। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিচারপতি গাভাইকে শুভেচ্ছা জানান সকলে।
মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে অবসর নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। প্রথা মেনে সকালে তিনি আদালতের সেরিমনিয়াল বেঞ্চে বিদায়ী ভাষণ দেন। এদিন নিজের বিদায়ী ভাষণে গাভাইকে নিয়ে প্রশংসা করেছিলেন তিনি। প্রাক্তন বিচারপতি খান্নার কথায়, “বিআর গাভাইয়ের মধ্যে আপনারা একজন মহান প্রধান বিচারপতি পাবেন। তিনি মৌলিক অধিকার এবং স্বাধীনতা সমুন্নত রাখবেন”।
১৯৬০ সালে ২৪ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন বিআর গাভাই। ২০০৩ সালে বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। এরপর ২০০৫ সালে স্থায়ী পদ পান তিনি। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব নেন। নোটবন্দি থেকে শুরু করে ইলেক্টোরাল বন্ড – একাধিক ঐতিহাসিক মামলার অংশ ছিলেন তিনি। চলতি বছর নভেম্বর পর্যন্ত অর্থাৎ আগামী ছ’মাস দেশের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন তিনি।
রবিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের সময় বিচারপতি গাভাই বলেছিলেন, সংবিধানই সর্বোচ্চ! রাষ্ট্রের সমস্ত অঙ্গকে তার মানদণ্ডের মধ্যে কাজ করা উচিত। তাঁর কথায়, "আমাদের গণতন্ত্রের তিনটি শাখাই সাংবিধানিক মানদণ্ডের মধ্যে কাজ করার উচিত"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন