
উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে 'সবথেকে দুর্নীতিগ্রস্ত' বলে আক্রমণ করলেন দলেরই বিধায়ক নন্দকিশোর গুর্জর। চলতি বছরের জানুয়ারি মাসেও রাজ্যে গো-হত্যা নিয়ে মুখ্যসচিব সহ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই বিধায়ক। যা নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে যোগী সরকার।
ফের একবার সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সরব হলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনির বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর। তাঁর মতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অজান্তেই দুর্নীতি করছেন সরকারি আধিকারিকরা। পুরো বিষয় সম্পর্কে অবগত নন যোগী আদিত্যনাথ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নন্দকিশোর বলেন, "মুখ্যসচিব ‘মহারাজ জি’ (যোগী আদিত্যনাথ)-এর মস্তিষ্ককে ‘জাদুবিদ্যা’ প্রয়োগ করে বেঁধে ফেলেছেন। মুখ্যসচিব বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা। এই কর্মকর্তারা অযোধ্যায় জমি লুঠ করছেন।"
শুক্রবার লোনিতে বিধায়ক ও তাঁর সমর্থকরা একটি বড় "কলশ যাত্রা" মিছিল বের করেছিলেন, যা অনুমতি ছাড়াই অনুষ্ঠিত হচ্ছিল বলে পুলিশের দাবি। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। অভিযোগ, মিছিলের সদস্যরা পুলিশকে ধাক্কা দেয় এবং প্রশাসনের বিরুদ্ধে স্লোগান তোলে।
অঙ্কুর বিহারের এসিপি অজয় কুমার সিং জানান, "বিধায়ক এবং তাঁর সমর্থকরা অনুমতি ছাড়া যাত্রা বের করার চেষ্টা করছিলেন। তাই বাধা দেওয়া হয়েছে।" তবে বিধায়ক পুলিশের দাবি খারিজ করে দিয়েছেন। তারপরই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
এর আগেও যোগী সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বিজেপি বিধায়ক। গোহত্যা নিয়ে তিনি বলেছিলেন, 'এটা খুবই উদ্বেগের বিষয়ে যে আমাদের সরকারের আমলে প্রতিদিন উত্তরপ্রদেশে ৫০,০০০ গো-হত্যা হচ্ছে। গো-কল্যাণের টাকা গায়েব করে দেওয়া হচ্ছে। এর পিছনে রয়েছে মুখ্যসচিবের হাত। সমস্ত জায়গায় লুঠের রাজত্ব চলছে। আমি চাই পুরো বিষয়টা আমাদের মুখ্যমন্ত্রী জানুক'।
বিজেপি বিধায়কের মন্তব্যের পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, "বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্থ’! বিরোধীরা নয়, এই বক্তব্য খোদ উত্তরপ্রদেশের লোনির বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জরের। ডবল ইঞ্জিন সরকারের উত্তরপ্রদেশে ভুয়ো এনকাউন্টার থেকে নির্বিচারে গোহত্যা, সরকারি জমি লুঠ - যেখানে মুখ্য সচিবের নামেই এত অভিযোগ, তা কি আপনার অজানা যোগীজি? কিছু বলবেন? নাকি নতুন কিছু শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টায় করে যাবেন?"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন