* আপাতত প্রত্যাহার করে নেওয়া হল ২৪ ও ২৫ মার্চের ব্যাঙ্ক ধর্মঘট।
* এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে ফের বৈঠকে বসবে ইউএফবিইউ।
* শুক্রবারের বৈঠক সদর্থক হবার কারণেই আপাতত ধর্মঘট প্রত্যাহার।
প্রত্যাহার করে নেওয়া হল আগামী ২৪ এবং ২৫ মার্চের ঘোষিত ব্যাঙ্ক ধর্মঘট। শুক্রবার ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) এবং কেন্দ্রীয় শ্রম কমিশনারের মধ্যে বৈঠকের পর একথা জানিয়েছে ইউএফবিইউ। এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিনের বৈঠকের পর ইউএফবিইউ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবারের বৈঠকে ধর্মঘটের মূল দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যে বৈঠকে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর আধিকারিকরা। ডিএফএস-এর যুগ্ম সচিব ভিডিও কলের মাধ্যমে এই বৈঠকে উপস্থিত ছিলেন।
ইউএফবিইউ আরও জানিয়েছে, এই বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং কেন্দ্রীয় শ্রম কমিশনার আমাদের বিষয়টি ব্যক্তিগত স্তরে দেখবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। সেই ক্ষেত্রে আগামী এক-দু’মাসের জন্য ধর্মঘট স্থগিত রাখা হচ্ছে।
২৪ এবং ২৫ মার্চের ধর্মঘট হলে ব্যাঙ্ক পরিষেবা বিপর্যস্ত হবার সম্ভাবনা ছিল। কারণ ধর্মঘট হলে ২২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকতো। ২২ তারিখ মাসের চতুর্থ শনিবার, ২৩ মার্চ রবিবারের পর ধর্মঘটের জন্য ২৪ এবং ২৫ মার্চও ব্যাঙ্ক বন্ধ থাকত। ফলে একটানা চার দিন বন্ধ থাকলে নগদ লেনদেন, চেক ক্লিয়ারিং, রেমিট্যান্স এবং ঋণ প্রক্রিয়াকরণ ক্ষতিগ্রস্ত হত।
যে যে দাবিতে এই ধর্মঘট ডাকা হয় তার মূল দাবির মধ্যে ছিল ব্যাঙ্কের বিভিন্ন শূন্যপদে নিয়োগ এবং পাঁচ দিনের কর্ম সপ্তাহ। এছাড়াও ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর (DFS) সাম্প্রতিক ‘মাইক্রো ম্যানেজমেন্ট’ পদ্ধতিরও বিরোধিতা করছে ব্যাঙ্ক ইউনিয়নগুলির মঞ্চ। তাদের মতে, এর হস্তক্ষেপের ফলে ব্যাঙ্কের স্বশাসনের অধিকার খর্ব হবে।
অন্যান্য দাবির মধ্যে আছে আইবিএ-র সাথে বাকি দাবিগুলির মীমাংসা করা, গ্র্যাচুইটি আইন সংশোধন করে সর্বোচ্চ সীমা ২৫ লক্ষ টাকা করে এটিকে সরকারি কর্মচারীদের জন্য প্রকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ করা এবং আয়কর থেকে অব্যাহতি।
প্রসঙ্গত, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA), অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন (AIBOC), ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ (NCBE) এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস অ্যাসোসিয়েশন (AIBOA) সহ মোট ৯টি ব্যাঙ্ক ইউনিয়নকে নিয়ে গঠিত ইউএফবিইউ মঞ্চ এই আন্দোলন পরিচালনা করছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন