Monsoon: সময়ের আটদিন আগে কেরালায় ঢুকে গেল বর্ষা! বাংলাতেও আগাম আগমনের সম্ভাবনা, কী জানাচ্ছে আলিপুর?

People's Reporter: কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের নির্দিষ্ট সময় হল ১ জুন। শেষ বার ২০০৯ সালে কেরালায় বর্ষা প্রবেশ করেছিল ২৩ মে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

শনিবার আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করল কেরালায়। নির্ধারিত সময়ের থেকে আট দিন আগে এবার বর্ষার আগমন ঘটেছে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, গত বছরে এত তাড়াতাড়ি দেশে বর্ষার আগমন হয়নি। ২০০৯ সালে শেষ বার এত আগে বর্ষা প্রবেশ করেছিল কেরালায়। বাংলাতেও এবার বর্ষা প্রবেশ আগে হবে বলেই ইঙ্গিত দিয়েছে আলিপুর।

কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের নির্দিষ্ট সময় হল ১ জুন। শেষ বার ২০০৯ সালে কেরালায় বর্ষা প্রবেশ করেছিল ২৩ মে। এ বারে তার এক দিন পরে। এছাড়া ২০২৪ সালে দেশে বর্ষা প্রবেশ করেছিল স্বাভাবিকের থেকে সামান্য আগে, ৩০ মে। মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে বর্ষা প্রবেশের তারিখ যথাক্রমে ৩১ মে, ২৯ মে, ৫ জুন, ১ জুন, ৬ জুন, ৫ জুন, ৮ জুন, ৩০ মে, ২৯ মে, ৮ জুন, ১ জুন, ৩ জুন, ২৯ মে এবং ৮ জুন।

কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের নজির গড়েছিল ১৯১৮ সালে। সেবছর ১১ মে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করেছিল কেরল তথা দেশে। আর সবচেয়ে দেরীতে বর্ষা প্রবেশ করেছিল ১৯৭২ সালে। সে বছর বর্ষা এসেছিল ১৮ জুন।

অন্যদিকে, পশ্চিমবঙ্গেও এ বছর সময়ের আগে বর্ষা প্রবেশ করতে পারে বলেই জানিয়েছে আলিপুর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের আনুষ্ঠানিক সময় ১০ জুন। দক্ষিণবঙ্গে এবার জুনের প্রথম সপ্তাহের মধ্যেই বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এব্যাপারে এখনও কোনও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

উত্তরবঙ্গে দিয়ে বর্ষা প্রবেশ করে রাজ্যে। আলিপুর জানাচ্ছে, উত্তরে মৌসুমী হাওয়া প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে উত্তরে প্রবেশ করতে পারে বর্ষা। তবে আবহাওয়াবিদদের একাংশ জানাচ্ছেন, কেরালায় আগাম বর্ষা এসেছে বলে বাংলার ক্ষেত্রেও তা হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। তবে বাংলায় নিম্নচাপের পরিবেশ তৈরি হয়েছে, সেটা কাটলেই পরিস্কার হবে চিত্রটা। উল্লেখ্য, আগামী মঙ্গলবার মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে। যার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।

শনিবার কলকাতা-সহ একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এছাড়া শনিবার কেরালা, কর্ণাটকের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। ২৯ মে পর্যন্ত বৃষ্টি চলবে এই দুই রাজ্যে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হবে তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও।

প্রতীকী ছবি
আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা! দক্ষিণের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
প্রতীকী ছবি
কোটাতেই কেন বারবার পড়ুয়া আত্মহত্যার ঘটনা ঘটে? রাজস্থান সরকারে ভূমিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in