
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভবনা প্রবল। আর যার জেরে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের ছয় জেলায়। বাকি জেলাতেও ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের জেরে ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা অনেকটা কমেছে।
আলিপুর জানাচ্ছে, আগামী ২৭ মে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। যার জেরে বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের ছ'জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলিতে ভারী বৃষ্টির সম্ভবা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূমে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বৃষ্টিপাত হলেও আগামী পাঁচ দিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
দক্ষিণের পাশাপাশি উত্তরেও সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। তবে উত্তরবঙ্গেও তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন