
"মোদী কেবল ধারাবাহিকভাবে প্রচারের কারণেই টিকে আছেন"। এবার কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ শানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর দাবি, ১১ বছর কেটে গেলেও মোদী সরকার কোনও প্রতিশ্রুতিই পূরণ করতে পারেননি। এমনকি কেন্দ্র সরকারকে নম্বরের হিসেবে শূন্য দেবেন বলেও জানান তিনি।
এদিন বক্তৃতা দিতে গিয়ে সিদ্দারামাইয়া কেন্দ্র সরকারের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, গত ১১ বছরে একাধিক প্রতিশ্রুতি দিলেও সেটা পূরণ করতে পারেননি মোদী। সিদ্দারামাইয়া বলেন, "মোদী ক্ষমতায় আসার পর ১১ বছর হয়ে গেছে। তাঁর সরকার কেবল প্রচারের উপর নির্ভর করে এবং কেবল প্রচারের শক্তির উপরই টিকে আছে"।
এরপরেই সিদ্দারামাইয়া প্রশ্ন তোলেন, "নোটবন্দির ফলে কী হয়েছে? এতে কারা লাভবান হয়েছেন? তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 'আচ্ছে দিন'-এর। কোথায় 'আচ্ছে দিন'? তিনি প্রতি বছর দুই কোটি যুবক-যুবতীর জন্য কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির কী হল?"
কর্ণাটকের মুখ্যমন্ত্রীর আরও প্রশ্ন, "কৃষকদের সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছিল মোদী সরকার, তার কী হয়েছে? যদি কৃষকদের সমস্ত সমস্যার সমাধান করা হয়েই থাকে, তাহলে তারা কেন এক বছর ধরে প্রতিবাদ করছে?"
এরপর মোদীকে 'অতিরিক্ত কভারেজ' দেওয়ার জন্য সংবাদমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, "মোদী সরকারের বেশিরভাগ প্রতিশ্রুতিই পূরণ হয়নি। কিন্তু আসল ঘটনা হল, যেহেতু তিনি সর্বদা প্রচারে থাকেন, তাই মিডিয়া তাঁকে অতিরিক্ত কভারেজ দেয়। মিডিয়া মোদী সরকারের হয়ে প্রচুর প্রচার করেছে।"
এরপরেই সিদ্দারামাইয়া তাঁর সরকারের দ্বারা পরিচালিত প্রকল্পগুলির নকল করার অভিযোগ তুলে বলেন, "যখন আমরা আমাদের গ্যারান্টি প্রকল্পগুলি ঘোষণা করেছিলাম, তখন মোদী এবং তাঁর দলের নেতারা বলেছিলেন, আমাদের এই প্রকল্পের কারণে কর্ণাটক রাজ্য দেউলিয়া হয়ে যাবে। কিন্তু, বিজেপি নিজেই মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং দিল্লির মতো বিভিন্ন রাজ্যে আমাদের প্রকল্পগুলি অনুকরণ করেছে"।
মোদীর অর্থনৈতিক নীতির সমালোচনা করে সিদ্দারামাইয়া বলেন, "মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমালোচনা করে বলেছিলেন, তিনি ক্ষমতায় এলে কর আদায়ে বিপ্লব আনবেন। কিন্তু, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কী করেছেন? তহবিল প্রকাশ না করে কর্ণাটক-সহ অনেক রাজ্যের প্রতি অবিচার করেছেন। আর আপনারা মিডিয়াতে এটা তুলেও ধরছেন না"।
কর্ণাটককে কেন্দ্র কীভাবে আর্থিকভাবে অবহেলা করছে, সেই অভিযোগ করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেন, "অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৫,৩০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখনও পর্যন্ত কি তা দিয়েছেন? একাদশ বেতন কমিশন রাজ্যের জন্য ১১,৪৯৫ কোটি টাকা সুপারিশ করেছিল, তা কি দেওয়া হয়েছে? যখন আমরা এখানকার বিজেপি নেতাদের কর্ণাটকের জন্য ন্যায়বিচার চাইতে বলি, তাঁরা চুপ থাকেন। পরিবর্তে, তাঁরা ভুয়া গল্প ছড়াতে শুরু করেন"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন