সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠবে বুঝেই সাংবাদিক সম্মেলন থেকে পালিয়ে বেড়ান! মোদীকে কটাক্ষ কংগ্রেসের

People's Reporter: জয়রাম রমেশের প্রশ্ন, "উনি (মোদী) যদি মনে করেন যে সংবাদ মাধ্যম গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাহলে তিনি সোজাসাপটা সাক্ষাৎকার দেন না কেন?"
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীপ্রতীকী ছবি সংগৃহীত
Published on

২০১৪ সালে প্রথম কেন্দ্রে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। চলতি জুন মাসে তার ১১ বছর পূর্তি হয়েছে। সেই উপলক্ষ্যে সংবাদ মাধ্যমে প্রতিদিনই একাধিক বিজ্ঞাপন দিচ্ছে সরকার। ১১ বছরে দেশের সাফল্যের জন্য বিজেপি সরকারের সমস্ত অবদানই দেখানো হচ্ছে সেই সমস্ত বিজ্ঞাপনে। আর এবার তা নিয়ে মোদী সরকারকে খোঁচা দিল কংগ্রেস। হাত শিবিরের কটাক্ষ, "১১ বছরে সাংবাদিক সম্মেলন করার সাহস দেখাতে পারেনি। না আছে কোনও জবাবদিহি, না আছে কোনও দায়িত্ব"।

এদিন কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। সেখানে কটাক্ষ করে তিনি লেখেন, "বিশ্বজুড়ে নেতারা সময়ে সময়ে অবাধে সাংবাদিক বৈঠক করেন। কিন্তু আমাদের নেতার ১১ বছরে কোনও সাংবাদিক সম্মেলন করার সময় হয়নি"।

এরপরেই তিনি লেখেন, "গত বছর নির্বাচনী প্রচারের সময় নরেন্দ্র মোদী সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতার চিত্রনাট্য, নির্দেশনা এবং প্রযোজনা - সবকিছু নিজেই করে দিয়েছিলেন। একবার এই ধরনের স্ক্রিপ্টেড আলাপচারিতার সময় নিজেকে অ-জৈবিক বলে দাবি করেছিলেন মোদী। অথচ আজ পর্যন্ত একবারও একটি সম্পূর্ণ সাংবাদিক সম্মেলন করার সাহস দেখাতে পারেননি তিনি"।

কংগ্রেস নেতার কটাক্ষ, "মোদীর এই আচরণ তাঁর পূর্বসূরিদের থেকে সম্পূর্ণ উলটো। তাঁর প্রিয় 'শূন্য' ব্যক্তি প্রায় প্রতি মাসে স্বতঃস্ফূর্ত সাংবাদিক সম্মেলন করতেন। যেখানে তাঁকে নির্মমভাবে প্রশ্ন করা হতো এবং তিনি ধৈর্য ধরে শুনে তার উত্তরও দিতেন। এভাবেই আমাদের গণতান্ত্রিক ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে"।

রমেশের অভিযোগ, "মোদী তো বিরোধীদের প্রশ্নেরও জবাব দেন না। উনি সংসদে জবাব দেন না। তিনি সর্বদল বৈঠকেও থাকার প্রয়োজনবোধ করেন না। উনি যদি মনে করেন যে সংবাদ মাধ্যম গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাহলে তিনি সোজাসাপটা সাক্ষাৎকার দেন না কেন?"

তবে শুধু রমেশই নন, মোদী সরকারকে কটাক্ষ করেছেন কংগ্রেসের আর এক মুখপাত্র পবন খেরা। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি অভিযোগ করেন, "১১ বছর ধরে কোনও সাংবাদিক সম্মেলন করেননি। তাঁর মেয়াদ শেষ হওয়ার মুখে। ওঁর রাজনীতি আন্তর্জাতিক মহলে ফাঁস হয়ে গিয়েছে। ওঁর প্রশাসন ছেঁড়া কাঁথার মতো। ওঁর নীতি বুমেরাং হয়ে ফিরবে। এই প্রধানমন্ত্রী হাসির খোরাক"।

কংগ্রেসের অভিযোগ, সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠবে বুঝেই সাংবাদিক সম্মেলন না করে পালিয়ে বেড়ান মোদী। স্বতঃস্ফূর্ত সাংবাদিক সম্মেলন এড়িয়ে নিজের তৈরি স্ক্রিপ্টের উত্তর দেন কেবল। বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দারিদ্র, নারী নিরাপত্তা, টাকার অবমূল্যায়ন, বেহাল অর্থনীতি, অর্থনৈতিক বৈষম্য, মণিপুরের হিংসা এবং একবারও ওই রাজ্যে না যাওয়া, পুলওয়ামা থেকে পহেলগামে সন্ত্রাসবাদী হামলা নিয়ে জবাব দিতে পারবেন না বলেই নানা কৌশলে সাংবাদিক সম্মেলন এড়িয়ে যান মোদী বলে অভিযোগ কংগ্রেসের।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Andhra Pradesh: দৈনিক ১০ ঘন্টা ডিউটি বাধ্যতামূলক! অন্ধ্র সরকারের সংশোধিত আইন নিয়ে তীব্র বিতর্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Starlink: ভারতে কত দামি হতে পারে মাস্কের স্টারলিঙ্ক? একনজরে বিভিন্ন দেশের মাসিক মূল্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in