Migrant Labourers: কাজ হারিয়েছেন করোনার তৃতীয় ঢেউয়ে, বাঙ্গালোরে পরিযায়ী শ্রমিকের বিক্ষোভ

২০২০ সালে করোনা মহামারীর মধ্যেই ব্যাঙ্গালোরের পরিযায়ী শ্রমিকরা সিটু'র ইন্টার স্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার্স ফেডারেশন অফ কর্ণাটক-এর মধ্যে নিজেদের সংগঠিত করেছে।
বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ
বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভছবি নিজস্ব

ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার্স ফেডারেশন অফ কর্ণাটক'র পক্ষ থেকে বুধবার সকালে ব্যাঙ্গালোরের পরিযায়ী শ্রমিকদের বসতি অঞ্চলে এক প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়। মূলত করোনার তৃতীয় ঢেউয়ে কাজ হারানো অভিবাসী শ্রমিকরা এদিনের বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে স্থানীয় শ্রমিকদের মতোই বহু পরিযায়ী শ্রমিকরাও কাজ হারিয়েছেন। বহু অ্যাপার্টমেন্টে পরিচারিকাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজমিস্ত্রিরা প্রতিদিন কাজ পাচ্ছেন না। বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে যারা কাজ করেন তাদেরও কাজ নিয়মিত নয়।

২০২০ সালে করোনা মহামারীর মধ্যেই ব্যাঙ্গালোরের পরিযায়ী শ্রমিকরা সিটু'র ইন্টার স্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার্স ফেডারেশন অফ কর্ণাটক-এর মধ্যে নিজেদের সংগঠিত করেছে। এই করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে রাস্তাঘাটে মিটিং মিছিল করার অনুমতি মিলছে না।

তাই ব্যাঙ্গালোরের পরিযায়ী শ্রমিকরা তাদের বসতি অঞ্চলের মধ্যে দাঁড়িয়ে কর্ণাটকের রাজ্য সরকারের থেকে রেশন, স্বাস্থ্য পরিষেবা, সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষা, পরিযায়ী শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার বোর্ড ও মাননীয়া সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী খাদ্য সুরক্ষার দাবী জানিয়েছে।

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ
পরিযায়ী শ্রমিকদের জন্য শুকনো খাবার, পরিবহণ, কমিউনিটি কিচেনের ব্যবস্থা করতে সুপ্রিম কোর্টের নির্দেশ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in