
উত্তরাখণ্ডের চামোলিতে ভয়াবহ তুষার ধসে চাপা পড়লেন প্রায় ৬০ জন শ্রমিক। স্থানীয় এক নির্মাণকাজের সাথে যুক্ত ছিলেন তাঁরা। প্রাথমিক পর্যায়ে উদ্ধারকাজ শুরু হলেও খারাপ আবহাওয়ার কারণে তা বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী।
ঘটনাটি ঘটেছে শুক্রবার। চামোলি জেলার বদ্রীনাথ এলাকায় আচমকাই তুষার ধস নামে। এই সময় মানা থেকে ঘাস্তোলির সংযোগকারী জাতীয় মহাসড়কের মানা সীমান্তবর্তী এলাকায় বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)-র ক্যাম্পের কাছে কাজ করছিলেন শ্রমিকরা।
জানা যাচ্ছে গত ৪৮ ঘন্টায় ওই অঞ্চলে ব্যাপক তুষারপাত হয়। যার কারণেই এই বিপত্তি। ভারী তুষারপাতের পর একটি নদীতে ধসে পরে হিমবাহটি। ৫৭ জন শ্রমিক ধসে চাপা পড়ার খবর জানা যায়। ইতিমধ্যেই ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ভারী তুষারপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
আইজি নীলেশ আনন্দ ভার্নে জানিয়েছেন, উদ্ধার করা শ্রমিকদের চিকিৎসার জন্য মানার কাছে সেনা ক্যাম্পে পাঠানো হয়েছে।
চামোলির জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি বলেন, “সেনাবাহিনী, আইটিবিপি, এসডিআরএফ উদ্ধারকাজে মোতায়েন রয়েছে। এই অঞ্চলে লাগাতার বৃষ্টিপাত এবং তুষারপাতের কারণে আমরা হেলিকপ্টার ব্যবহার করতে পারছি না। কোনও হতাহতের বিষয়ে কোনও সরকারি তথ্য নেই।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। এক্স মাধ্যমে তিনি লেখেন, চামোলি জেলার মানা গ্রামের কাছে বিআরও-এর পরিচালনায় কাজ চলাকালীন তুষারধসের নিচে অনেক শ্রমিক চাপা পড়ার দুঃখজনক খবর পাওয়া গেছে।
তিনি আরও লেখেন, আইটিবিপি, বিআরও এবং অন্যান্য উদ্ধারকারী দল ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে। আমি সকল শ্রমিক ভাইদের নিরাপত্তার জন্য ভগবান বদ্রী বিশালের কাছে প্রার্থনা করি।
রাজ্য বিপর্যয় ত্রাণ বাহিনী (এসডিআরএফ) কমান্ড্যান্ট অর্পণ যদুবংশী জানিয়েছেন, তাদের দল উত্তরকাশী এবং বদ্রীনাথের মধ্যেকার লাম্বাদাগ অঞ্চলে আটকে আছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন