Manipur Violence: ফের উত্তপ্ত মণিপুর, পুলিশ জনতা খণ্ডযুদ্ধে এক নাবালক সহ মৃত ২

People's Reporter: সেনার গুলিতে ২৯ বছরের লেতলাখুল গাংটে এবং ১৫ বছর বয়সের এক নাবালক। যার প্রতিবাদে বনধ পালন করে কুকি সম্প্রদায়।
Manipur Violence: ফের উত্তপ্ত মণিপুর, পুলিশ জনতা খণ্ডযুদ্ধে এক নাবালক সহ মৃত ২
প্রতীকী ছবি

ফের উত্তপ্ত হয়ে উঠলো মণিপুরের চূড়াচাঁদপুর জেলা। এক নাবালক সহ মোট ২ জনের মৃত্যুতে পুলিশের ওপর চড়াও হয়েছে উত্তেজিত জনতা। এলাকাজুড়ে পালিত হচ্ছে বনধ।

চূড়াচাঁদপুর জেলাটি মূলত কুকি অধ্যুষিত। শুক্রবার এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখায় ৩০০-৪০০ জন জনতা। তখনই খণ্ডযুদ্ধ বাধে। সেনার গুলিতে মৃত্যু হয় ২৯ বছরের লেতলাখুল গাংটে এবং ১৫ বছর বয়সের এক নাবালক। যার প্রতিবাদে বনধ পালন করে কুকি সম্প্রদায়।

উপজাতি সম্প্রদায়ের অভিযোগ, সাধারণ মানুষের ওপর গুলি চালানোর নির্দেশ এসেছিল জেলা ম্যাজিস্ট্রেটের অফিস থেকে। শুধুমাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উচ্চপদস্থ আধিকারকদের পর্যবেক্ষণের জন্য পাঠালেই হবে না, অশান্তির অবসান চাই।

প্রসঙ্গত, মণিপুর প্রশাসন জানায় চূড়চাঁদপুরে এসপি অফিসে ঢোকার চেষ্টা করেন ৩০০-৪০০ জন। অফিস লক্ষ্য করে লাগাতার পাথর ছুঁড়তে থাকে উত্তেজিত জনতা। এমনকি আগুনও লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়।

পুরো বিতর্কের সূত্রপাত এক কনস্টেবলের সেলফি তোলা নিয়ে। ওই সেলফিতে দেখা যায় এক বন্দুকধারীর সাথে আছেন ঐ কনস্টেবল। উত্তেজিত জনতা কনস্টেবলের পদত্যাগের দাবি জানায়।

Manipur Violence: ফের উত্তপ্ত মণিপুর, পুলিশ জনতা খণ্ডযুদ্ধে এক নাবালক সহ মৃত ২
Russia: রাশিয়ার নির্বাচনের আগে জেল হেফাজতেই মৃত্যু পুতিন বিরোধী নেতার!
Manipur Violence: ফের উত্তপ্ত মণিপুর, পুলিশ জনতা খণ্ডযুদ্ধে এক নাবালক সহ মৃত ২
Bird flu: ফের আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু, সতর্কতা জারি অন্ধ্রপ্রদেশের নেলোরে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in