Bird flu: ফের আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু, সতর্কতা জারি অন্ধ্রপ্রদেশের নেলোরে

People's Reporter: জানা গেছে, ওই জেলায় ১০ হাজার মুরগি মারা গেছে। এই মৃত্যুর প্রাথমিক কারণ হিসাবে বার্ড ফ্লুই ধরা হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে নেলোর জেলার মুরগির দোকানগুলি।
ফের আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু,
ফের আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু, জেবি মার্ট-এর সৌজন্যে
Published on

ফের আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু। অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় ইতিমধ্যেই সর্তকতা জারি করা হয়েছে। জানা গেছে, ওই জেলায় ১০ হাজার মুরগি মারা গেছে। এই মৃত্যুর প্রাথমিক কারণ হিসাবে বার্ড ফ্লুই ধরা হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে নেলোর জেলার মুরগির দোকানগুলি। পাশাপাশি, সর্তক করা হয়েছে আশেপাশের জেলাগুলিকেও।

এই নতুন ভাইরাসের কারণে, জেলার পুধালাকুরু, কোভুরু এবং সাইদাপুরম এলাকায় প্রচুর সংখ্যক মুরগির মৃত্যুর খবর আসছে। এরপরেই নড়েচড়ে বসেছে জেলা কর্তৃপক্ষ। মুরগির নমুনা ভোপাল ল্যাবে পাঠানো হয়েছে।

ওই খামারগুলি থেকে এই রোগের উৎপত্তি হয়েছে বলে মনে করা হচ্ছে। সেকারণে সেই খামারের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তিন মাসের জন্য মুরগি বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। আরও ১০ কিলোমিটার ব্যাসার্ধে শুক্রবার থেকে তিন দিন মুরগি বিক্রি হবে না বলেই জানিয়েছে সরকার।

নেলোরের কালেক্টর এম হরি নারায়ণন বলেন, "এক পাক্ষিকের জন্য মুরগি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে।"

পশুপালন কর্মকর্তারা জানান, মুরগিগুলি থেকে পার্শ্ববর্তী তিরুপতি জেলার পুলিকট হ্রদে ঝাঁকে ঝাঁকে আসা পরিযায়ী পাখিদের থেকে ভাইরাসে সংক্রামিত হতে পারে। রোগের সম্ভাব্য লক্ষণগুলির জন্য নেলোরে পোল্ট্রি খামারগুলিতে নজরদারি জোরদার করা হয়েছে। 

রোগের বিস্তার রোধে আক্রান্ত এলাকার হাঁস-মুরগি নিধন করা হচ্ছে। রোগের বিস্তার রোধ করতে ৭২১টি দ্রুত প্রতিক্রিয়া দল গঠন করা হয়েছে। এর মধ্যে নেলোরে ৩৭টি দল কাজ করছে।

ফের আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু,
Anjana Bhowmick: প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in