Maharashtra: সরকারে যোগ দিতে ইচ্ছুক ছিলেন না একনাথ শিন্ধে, দাবি শিবসেনা নেতার

People's Reporter: যদিও গত ৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে তিনিও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন।
একনাথ শিন্ডে
একনাথ শিন্ডেফাইল ছবি সংগৃহীত
Published on

মহারাষ্ট্রে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশের নেতৃত্বে নতুন সরকার শপথ নিলেও সেই সরকারের অংশ হতে চাইছেন না বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ধে। এমনটাই দাবি করেছেন শিবসেনা শিন্ধে গোষ্ঠীর নেতা উদয় সামন্ত। যদিও গত ৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে তিনিও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন।

শিন্ধে ঘনিষ্ঠ শিবসেনা নেতা উদয় সামন্ত সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমান মন্ত্রীসভার অংশীদার না হয়ে একনাথ শিন্ধে দলের পুনর্গঠনের দিকে নজর দিতে চান। যদিও শিবসেনা নেতাদের একাংশের দাবিতে তিনি সরকারের অংশীদার হতে বাধ্য হয়েছেন।

সাংবাদিকদের সামন্ত জানান, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হতে একনাথ শিন্ধে আদৌ আগ্রহী ছিলেন না। যদিও দলীয় নেতৃত্ব এবং বিধায়করা তাঁকে সরকারের অংশ হবার জন্য চাপ দিয়েছেন। কারণ তাদের মতে, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন যেসব প্রকল্প গ্রহণ করেছিলেন সেগুলো বাস্তবায়িত করাও তাঁর দায়িত্বের মধ্যে পড়ে।

গত বৃহস্পতিবার উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পরেই দলীয় অফিসে তিনি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেখানেও তিনি জানান, উপমুখ্যমন্ত্রী পদের বদলে তিনি এখন দলের পুনর্গঠনের কাজে জোর দিতে চান। দলকে নতুন করে সাজাতে চান। যদিও তিনি দলীয় নেতৃত্বের মতামতকে সম্মান জানিয়ে উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেছেন।

গত ২৩ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর থেকে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তাই নিয়ে মহাযুতি শিবিরের মধ্যে টানাপোড়েন চলছিল। শিন্ধে শিবিরের দাবি ছিল বিহারের ফর্মুলা মেনে বিজেপি একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও শিন্ধেকেই পরবর্তী মুখ্যমন্ত্রী করা হোক। যদিও বিজেপির পক্ষ থেকে স্পষ্টভাবেই দেবেন্দ্র ফড়নবীশের পক্ষে দাবি তোলা হয়েছিল। রাজনৈতিক মহলের মতে, দেবেন্দ্র ফড়নবীশের পক্ষে ছিল আরএসএস নেতৃত্ব।

উল্লেখযোগ্যভাবে এই টানাপোড়েনের সময় মহাযুতির অপর শরিক এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা অজিত পাওয়ার একবারের জন্যও মুখ্যমন্ত্রীত্বের দাবি জানাননি। বদলে, তিনি সরাসরি মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবীশকে সমর্থন জানিয়েছিলেন।

সদ্য সমাপ্ত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহাযুতির তিন প্রধান শরিকের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ১৩২ আসনে, শিবসেনা সিন্ধে গোষ্ঠী ৫৭ আসনে এবং এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী ৪১ আসনে।

একনাথ শিন্ডে
Farmers Protest: টিয়ার গ্যাসের শেলে আহত কয়েকজন বিক্ষোভকারী, দিল্লিমুখী জাঠা আজকের মত স্থগিত
একনাথ শিন্ডে
Maharashtra: নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যাপকহারে ক্ষমতা ও অর্থের অপব্যবহার - অভিযোগ পাওয়ারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in