Maharashtra: নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যাপকহারে ক্ষমতা ও অর্থের অপব্যবহার - অভিযোগ পাওয়ারের

People's Reporter: শারদ পাওয়ার বলেন, রাজ্যের মানুষ মনে করছেন এবারের নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে এবং টাকার স্রোত বয়েছে। যা এর আগে কখনও দেখা যায়নি। এই ধরণের কথা পুর নির্বাচনের সময় শোনা যায়
Maharashtra: নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যাপকহারে ক্ষমতা ও অর্থের অপব্যবহার - অভিযোগ পাওয়ারের
Published on

মহারাষ্ট্রের নির্বাচনে পুরো নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে ব্যাপকহারে ক্ষমতা এবং অর্থের অপব্যবহার করা হয়েছে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে যে ঘটনার সাক্ষী থেকেছে তা এর আগে কোনও বিধানসভা অথবা লোকসভা নির্বাচনে দেখা যায়নি। এনসিপি (এসপি) গোষ্ঠীর প্রধান শারদ পাওয়ার শনিবার একথা জানিয়েছেন।

এদিন শারদ পাওয়ার বলেন, রাজ্যের মানুষ মনে করছেন এবারের নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে এবং টাকার স্রোত বয়েছে। যা এর আগে কখনও দেখা যায়নি। এই ধরণের কথা পুর নির্বাচনের সময় শোনা যায়। কিন্তু টাকা এবং ক্ষমতার বিনিময়ে এভাবে পুরো নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা এর আগে কখনও দেখা যায়নি। এই ঘটনায় সাধারণ মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর থেকেই মহা বিকাশ আঘাদির নেতৃত্ব সহ বিভিন্ন মহল থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এমনকি প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশীও এই ভোটে ভোটদানের হারের বদল নিয়ে প্রশ্ন তুলেছেন।  

মহারাষ্ট্রের নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন তুলে তিন দিনের প্রতিবাদে বসেছেন বর্ষীয়ান সমাজকর্মী ডঃ বাবা আদাভ। তাঁর মতে এই নির্বাচনে ইভিএম-এর অপব্যবহার করা হয়েছে। তিনি জ্যোতিবালা ফুলের বাড়িতে এই কর্মসুচি চালাচ্ছেন। বৃহস্পতিবার থেকে ফুলেওয়াডাতে তিনি এই বিক্ষোভ শুরু করেছেন। এদিন তাঁর সঙ্গে দেখা করতে যান শারদ পাওয়ার।

এদিন বাবা আদাভের সঙ্গে দেখার করার পর শারদ পাওয়ার বলেন, আমি শুনলাম উনি মহারাষ্ট্রের নির্বাচন বিষয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তাঁর এই প্রতিবাদ সাধারণ মানুষের মনে আশার সঞ্চার করেছে। যদিও এটাই সব নয়। সংসদীয় গণতন্ত্রকে এই বিপদ থেকে রক্ষা করতে গণপ্রতিরোধ প্রয়োজন। নাহলে সংসদীয় গণতন্ত্র পুরো ভেঙে পড়বে।

তিনি আরও বলেন, সমাজের সব স্তরে ইভিএম-এর অপব্যবহার নিয়ে আলোচনা হলেও যখন বিরোধীরা এই ইস্যু সংসদে তুলে ধরতে চায় তখন তাদের কথা বলতে দেওয়া হয়না। এবারেও গত ছ’দিন ধরে বিরোধী নেতারা সংসদে সেই কথা বলতে চেয়েছেন। কিন্তু তাদের কথা বলতে দেওয়া হয়নি।

মহারাষ্ট্রের নির্বাচনী ফলাফল প্রকাশের পর মহা বিকাশ আঘাদির শরিক কংগ্রেস, এনসিপি (এসপি) এবং শিবসেনা (উদ্ধব) গোষ্ঠীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবারের নির্বাচনে ইভিএম অপব্যবহার করা হয়েছে। তাদের বক্তব্য, এই কারণেই শাসক মহাযুতির একপেশে জয় হয়েছে।

Maharashtra: নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যাপকহারে ক্ষমতা ও অর্থের অপব্যবহার - অভিযোগ পাওয়ারের
Maharashtra: মহারাষ্ট্রে ভোটের হারে কীভাবে এত বদল? প্রশ্ন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার কুরেশীর!
Maharashtra: নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যাপকহারে ক্ষমতা ও অর্থের অপব্যবহার - অভিযোগ পাওয়ারের
Maharashtra: মহারাষ্ট্রে কংগ্রেসের 'অতি আত্মবিশ্বাসী' মনোভাবই পরাজয়ের কারণ! কটাক্ষ ঠাকরে শিবিরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in