Lok Sabha: সরকারি কাজে হিন্দি বাধ্যতামূলক করার কোনও নির্দেশিকা জারি হয়নি - লোকসভায় জানালো কেন্দ্র

People's Reporter: কেন্দ্রের বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান – কারো ক্ষেত্রেই এই ধরণের কোনও নির্দেশিকা জারি হয়নি। মঙ্গলবার লোকসভায় একথা জানান সংশ্লিষ্ট দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স - আকাশ
Published on

সরকারি কাজকর্মে হিন্দিকে বাধ্যতামূলক করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। কেন্দ্রের বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান – কারোর ক্ষেত্রেই এই ধরণের কোনও নির্দেশিকা জারি হয়নি। মঙ্গলবার লোকসভায় একথা জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই।

লোকসভায় ডিএমকে সাংসদের প্রশ্ন ও উত্তর
লোকসভায় ডিএমকে সাংসদের প্রশ্ন ও উত্তরকেন্দ্রীয় সরকারের ডিজিটাল সংসদ ওয়েবসাইট থেকে স্ক্রিনশট

মঙ্গলবার ৫ আগস্ট ডিএমকে সাংসদ কলানিধি বীরাস্বামী-র করা লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রদপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, কেন্দ্র সরকারি কাজকর্মে হিন্দিকে বাধ্যতামূলক করার কোনও নির্দেশ জারি করেনি।

ডিএমকে-র অন্য সাংসদ মাথেশ্বরণ ভি এস সংসদে জানতে চান ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত হিন্দি ভাষার প্রচারের জন্য কত টাকা খরচ করা হয়েছে? তিনি আরও জানতে চান, এটা কি সত্যি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে থাকা আঞ্চলিক ভাষার প্রচারের জন্য অর্থ খরচ করছে না? যদি করে থাকে তাহলে এখনও পর্যন্ত কত টাকা খরচ করা হয়েছে? যে প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০১৪-১৫ সাল থেকে ২০২৪-২৫ সাল পর্যন্ত ডিপার্টমেন্ট অফ অফিশিয়াল ল্যাঙ্গুয়েজকে ৭৩৬.১১ কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। ডিএমকে সাংসদের দ্বিতীয় প্রশ্নের উত্তরে তিনি জানান এই বিষয়টি শিক্ষা দপ্তরের আওতাধীন।

লোকসভায় ডিএমকে সাংসদের প্রশ্ন ও উত্তর
লোকসভায় ডিএমকে সাংসদের প্রশ্ন ও উত্তরকেন্দ্রীয় সরকারের ডিজিটাল সংসদ ওয়েবসাইট থেকে স্ক্রিনশট

লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রদপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, ২০১৪-১৫ সালে খরচ হয় ৪৮.৩০ কোটি টাকা, ২০১৫-১৬ তে ৪৯.৬০ কোটি টাকা, ২০১৬-১৭তে ৫৬.৬৪ কোটি টাকা, ২০১৭-১৮তে ৬০.৮২ কোটি টাকা, ২০১৮-১৯-এ ৬৫.১৫ কোটি টাকা, ২০১৯-২০-তে ৬৭.৪৯ কোটি টাকা, ২০২০-২১-এ ৬০.২৭ কোটি টাকা, ২০২১-২২-এ ৬৫.১৩ কোটি টাকা, ২০২২-২৩-এ ৬৭.২৫ কোটি টাকা, ২০২৩-৩৪-এ ৬৭.৫৭ কোটি টাকা এবং ২০২৪-২৫-এ ১২৭.৮৯ কোটি টাকা।  

ছবি প্রতীকী
Tamil Nadu: কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্যই 'NEET শিল্প' চালু হয়েছে! DMK-র নিশানায় বিজেপি
ছবি প্রতীকী
Tamil Nadu: হিন্দি ভাষা বিতর্কে বিজেপি ছাড়লেন তামিল অভিনেত্রী রঞ্জনা নাচিয়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in