

ভারতের জীবন বীমা কর্পোরেশন (এলআইসি), মহারাষ্ট্র রাজ্যের জন্য ৮০৬ কোটি টাকার সুদ এবং জরিমানা সহ GST সংগ্রহের জন্য নোটিশ পাঠানো হল। মুম্বাইয়ের ডেপুটি কমিশনার অফ স্টেট ট্যাক্সের কাছ থেকে ৮০৬.৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেয়েছে এলআইসি।
LIC নির্ধারিত সময়সীমার মধ্যে উল্লিখিত আদেশের বিরুদ্ধে কমিশনার (আপিল), মুম্বাইয়ের কাছে একটি আপিল দায়ের করবে বলে জানা গেছে।
এলআইসি-র কাছে যে টাকা দাবি করা হয়েছে তার মধ্যে ৩৬৫.০২ কোটি টাকার জিএসটি, ৪০৪.৭ কোটি টাকা জরিমানা এবং ৩৬.৫ কোটি টাকার সুদ অন্তর্ভুক্ত রয়েছে।
জানা গেছে সিজিএসটি বিধি, ২০১৭-এর ৪২ এবং ৪৩-এর অধীন ইনপুট ট্যাক্স ক্রেডিট-এর নন-রিভারসাল-এর কারণে, পুনর্বীমা থেকে প্রাপ্ত আইটিসি-এর রিভারসাল-এর কারণে এবং GSTR-৩B দিয়ে বিলম্বিত পেমেন্টের সুদ; অগ্রিম সুদ (প্রস্তাব আমানত) প্রভৃতির কারণে এই নোটিশ পাঠানো হয়েছে।
এলআইসি জানিয়েছে, এর ফলে সংস্থার আর্থিক কার্যকলাপ বা অন্যান্য কার্যকলাপের ওপর কোনও প্রভাব পড়বে না।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন