
সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিধানসভা নির্বাচন বিহারে। সে রাজ্যের ২৪৩ কেন্দ্রেই জোট বেঁধে লড়াই করবে বিরোধী জোট 'মহাগঠবন্ধন'। রবিবার পাটনায় বিরোধী দলগুলির বৈঠকের পর তেমনটাই জানা গেছে। জোটের মূল লক্ষ্য নীতিশ কুমারকে গদিচ্যুত করা।
রবিবারের বৈঠকে যোগ দিয়েছিল লালুপ্রসাদ যাদবের দল আরজেডি, কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, সিপিআই(এমএল) এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)। বৈঠকের শেষে যৌথ সাংবাদিক বৈঠকে আরজেডি নেতা মনোজ ঝা বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। আমরা জোট বেঁধে প্রতিটি আসনে লড়াই করব এবং এনডিএ-কে পরাজিত করব”।
তবে বিরোধী জোট সূত্রের খবর, এখন কাউকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করেই ভোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই বিরোধী জোটের অন্দরে লালুপ্রসাদের পুত্র তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার দাবি উঠেছে। যদিও জানা গেছে, রবিবারের বৈঠকে সে নিয়ে কোনও আলোচনা হয়নি।
অন্যদিকে, শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল এবং কাজের সুরক্ষার মতো একাধিক দাবিতে ২০ মে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। রবিবারের বৈঠকে সেই ধর্মঘটকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মনোজ ঝা।
প্রসঙ্গত, বর্তমানে বিহারের মসনদে রয়েছে বিজেপি এবং নীতিশ কুমারের দল জেডিইউ-এর জোট সরকার। গত ২০ বছর ধরে মুখ্যমন্ত্রীর আসনে আছেন নীতিশ কুমার। মুখ্যমন্ত্রীত্ব টিকিয়ে রাখতে একাধিকবার শিবির পরিবর্তনও করেছেন তিনি। আর এবার বিহারের বিরোধী জোটের লক্ষ্য নীতিশকে গদিচ্যুত করা। পাশাপাশি বিজেপিকেও পরাস্ত করতে চান তেজস্বীরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন