
আদিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরকোন্ডা। বিতর্কের মুখে সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি। পাশাপাশি দুঃখপ্রকাশও করলেন ওই অভিনেতা।
সম্প্রতি হায়দরাবাদে ‘রেট্রো’ সিনেমার একটি অনুষ্ঠানে গিয়ে পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে নিজের মতামত রাখেন বিজয়। মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হয়। অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়। সেই আবহেই এবার বিবৃতি দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেছেন ও ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন বিজয়।
বিবৃতিতে অভিনেতা বলেন, “আমার নজরে এসেছে যে ‘রেট্রো’ অডিও লঞ্চ অনুষ্ঠানে আমার করা একটি মন্তব্য জনসাধারণের একাংশের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। আমি আন্তরিকভাবে স্পষ্ট করে দিতে চাই কোনো সম্প্রদায়কে, বিশেষ করে আমাদের তফসিলি উপজাতিদের, যাদের আমি গভীরভাবে সম্মান করি, আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না।”
তিনি আরও জানান, “আমি ঐক্যের কথা বলছিলাম, ভারত কেমন করে এক, আমাদের মানুষ কীভাবে একসাথে এগিয়ে যাচ্ছে। আমি যখন জাতীয় ঐক্যের কথা বলছি, তখন কখনোই আমার ইচ্ছা ছিল না কোনো সম্প্রদায়কে আলাদা বা ছোট করে দেখা”।
আদিবাসী/উপজাতি শব্দটি ব্যবহারেরও ব্যাখ্যা দিয়েছেন তিনি। বিজয় জানান, ‘উপজাতি’ শব্দটি আমি ঐতিহাসিক ও অভিধানিক অর্থে ব্যবহার করেছি—একটি সময়ের প্রতীক হিসেবে, যখন মানব সভ্যতা গোত্র ও উপজাতিতে বিভক্ত ছিল এবং একে অন্যের সঙ্গে দ্বন্দ্বে জড়াত। এটি আধুনিক তফসিলি উপজাতি শ্রেণিকে লক্ষ্য করে ছিল না।
বিজয় লেখেন, “যদি আমার বক্তব্যের কোনও অংশ ভুল বোঝাবুঝির সৃষ্টি করে থাকে অথবা কেউ এতে আঘাত পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার উদ্দেশ্য কেবলই ছিল শান্তি, অগ্রগতি ও ঐক্যের পক্ষে কথা বলা। আমি আমার প্ল্যাটফর্মকে ইতিবাচকতা ও একতার জন্য ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রসঙ্গত ওই অনুষ্ঠানে বিজয় বলেছিলেন, “কাশ্মীর ভারতের, এবং কাশ্মীরিরা আমাদের। ভারতের পাকিস্তান আক্রমণ করারও কোনও প্রয়োজন নেই কারণ পাকিস্তানিরা নিজেরাই তাদের সরকারের উপর বিরক্ত এবং যদি এমনটা চলতে থাকে তাহলে তারাই তাদের উপর আক্রমণ করবে। যারা সন্ত্রাসে জড়িয়ে পড়ে, তারা ৫০০ বছর আগের আদিবাসীদের মতো আচরণ করে—সাধারণ জ্ঞান ছাড়াই লড়াই করে। তাদের শিক্ষিত করাই সমাধান।”
অভিনেতার ওই মন্তব্যের পরই আদিবাসীদের একাংশ তাঁর বিরুদ্ধে সরব হন। আদিবাসী সংগঠনগুলির অভিযোগ, বিজয় তাঁদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে অসম্মানজনক কথা বলেছেন। ট্রাইবাল জয়েন্ট অ্যাকশন কমিটি অভিনেতাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায়। পাশাপাশি এও জানিয়ে দেয় যে, তাঁদের দাবি পূরণ না হলে আন্দোলনে নামবেন তাঁরা।
বিতর্কিত মন্তব্যের পরই অভিনেতার বিরুদ্ধে হায়দরাবাদের আইনজীবী লাল চৌহান এস আর নগর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বিজয় আদিবাসী সম্প্রদায়ের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন। এর যথাযথ শাস্তি হওয়া দরকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন