‘আহা অমৃত’! পরেশ রাওয়ালের মতোই নিজের মূত্র পান করেছিলেন 'আশিকি' ছবির নায়িকা অনু আগরওয়াল

People's Reporter: অভিনেত্রী জানান, “এটি বার্ধক্য প্রতিরোধে, ত্বকে বলিরেখা পড়া আটকাতে সাহায্য করে। আমি ব্যক্তিগতভাবে নিজে এর সুবিধা ভোগ করেছি”।
অনু আগরওয়াল
অনু আগরওয়ালফাইল ছবি
Published on

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা পরেশ রাওয়াল দাবি করেছিলেন, হাঁটুর রোগ সারাতে তিনি নিজের মূত্রপান করেছিলেন এবং চমকপ্রদ ফল পেয়েছিলেন। অভিনেতার সেই দাবিকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। তবে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন 'আশিকি' সিনেমা খ্যাত অভিনেত্রী অনু আগরওয়াল। অভিনেত্রী দাবি করেছেন, মূত্রপান স্বাস্থ্যের জন্য উপকারী।

সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অনু আগরওয়াল। সেখানে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি নিজের মূত্রপান করার দাবি করেন। অনু বলেন, “অজ্ঞতা হোক বা সচেতনতার অভাবই হোক না কেন, অনেকে এটা জানে না। কিন্তু মূত্রপান করা, যাকে আম্রোলি বলা হয়, আসলে যোগব্যায়ামের একটি মুদ্রা (ভঙ্গি/অভ্যাস)। আমি নিজেও এটি অনুশীলন করেছি। এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ অনুশীলন।''

অভিনেত্রী আরও জানান, “কিন্তু মনে রাখবেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি নিজের সম্পূর্ণ প্রস্রাব পান করবেন না। এর একটি নির্দিষ্ট অংশই গ্রহণ করা হয়। সেই অংশটিকে অমৃত বলে মনে করা হয়। এটি বার্ধক্য প্রতিরোধে, ত্বকে বলিরেখা পড়া আটকাতে সাহায্য করে। আমি ব্যক্তিগতভাবে নিজে এর সুবিধা ভোগ করেছি”।

বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জবাবে জানান, “বিজ্ঞান কত পুরানো? ২০০ বছর। যোগব্যায়াম ১০ হাজার বছরের পুরানো। তাহলে কার কথা শুনবেন? আমি অবশ্যই এটাকে সমর্থন করি”।

উল্লেখ্য, সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় পরেশ রাওয়াল দাবি করেন, হাঁটুর রোগ সারাতে তিনি ১৫ দিন নিজের মূত্র পান করেছিলেন। তিনি বলেন, “রাজকুমার সন্তোষীর ‘ঘটক’ ছবির শুটিংয়ের সময় হাঁটুতে মারাত্মক চোট পাই। তড়িঘড়ি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে যাই। চিকিৎসকরা জানিয়ে দেন চোট সারতে কমপক্ষে দুই থেকে আড়াই মাস লাগবে। ইতিমধ্যে হাসপাতালে একদিন অজয় দেবগণের বাবা দেখতে আসেন। উনি আমাকে দিনের প্রথম প্রস্রাব পানের পরামর্শ দেন। তাতেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলেও জানান। সমস্ত যোদ্ধাই নাকি এটি করে। তবে যেদিন প্রথম প্রস্রাব পান করবেন তার আগের রাতে মদ্যপান, ধূমপান এমনকী খাসির মাংসও খাওয়া যাবে না”।

পরামর্শ শোনার পর প্রথমে গা ঘিনঘিন করেছিল অভিনেতার বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু পরে ঠিক করেন এই পরামর্শ মানবেন। সেই মতো টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেন পরেশ। বিয়ারের মতো চুমুক দিয়ে পান করেছিলেন। এরপর এক্স রে রিপোর্ট দেখে অবাক হয়ে গিয়েছিলেন চিকিৎসকরা। যে চোট সারতে আড়াই মাস লাগার কথা ছিল, সেখানে মাত্র দেড় মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন তিনি, বলে দাবি করেন অভিনেতা।

অনু আগরওয়াল
Kangana Ranaut: ফের বিপাকে কঙ্গনার 'ইমার্জেন্সি'! ঐতিহাসিক তথ্য বিকৃতির অভিযোগ লেখিকা কুমি কাপুরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in