Bihar: নির্বাচনের আগে আরজেডি থেকে বহিষ্কৃত লালু-পুত্র তেজ প্রতাপ! সম্পর্ক ছিন্ন পরিবারের সাথেও

People's Reporter: লালু লেখেন, বড় ছেলের কার্যকলাপ, জনসমক্ষে আচরণ তথা দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
তেজ প্রতাপ যাদব
তেজ প্রতাপ যাদবছবি - তেজ প্রতাপ যাদবের ফেসবুক পেজ
Published on

বিহার বিধানসভা নির্বাচনের আগে আরজেডি থেকে বহিষ্কৃত হলেন লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ যাদব। যা নিয়ে বিহারের রাজ্য রাজনীতিতে শোরগোল। শুধু দল থেকেই নয়, তাঁকে পরিবার থেকেও বের করে দিয়েছেন লালু প্রসাদ।

রবিবার লালু প্রসাদ যাদব নিজের এক্স মাধ্যমে জানান, "ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধকে অবহেলা করলে তা সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের সম্মিলিত সংগ্রামকে দুর্বল করে দেয়। বড় ছেলের কার্যকলাপ, জনসমক্ষে আচরণ তথা দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। অতএব, আমি তাকে দল এবং পরিবার থেকে দূরে সরিয়ে দিচ্ছি। এখন থেকে দল এবং পরিবারে তার কোনও ভূমিকা থাকবে না। তাকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।"

পাশাপাশি লালু এও লেখেন, "সে নিজেই তার ব্যক্তিগত জীবনের ভালো-মন্দ বুঝতে পারবে। যার সাথে তার সম্পর্ক আছে, তার উচিত নিজস্ব বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। আমি সবসময় জনজীবনে যে লোকলজ্জার বিষয়টি আছে তা মেনে চলি। পরিবারের বাধ্য সদস্যরা তাদের জীবনেও এই ধারণাটি গ্রহণ করেছে এবং অনুসরণ করেছে।"

জানা যাচ্ছে পুরো ঘটনাটি ঘটে তেজ প্রতাপের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। শনিবার তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একজন মহিলার (তেজ প্রতাপও ছিলেন) ছবি শেয়ার করা হয়। ওই মহিলাকে তেজের প্রেমিকা বলেই পরিচয় দেওয়া হয়। পোস্টে লেখা, "আমি তেজ প্রতাপ যাদব এবং আমার সঙ্গে যিনি এই ছবিতে রয়েছেন, তিনি অনুষ্কা যাদব ! আমরা গত ১২ বছর ধরে একে অপরকে চিনি এবং ভালোবাসি। গত ১২ বছর ধরে আমরা সম্পর্কে আছি।"

তেজ প্রতাপের ডিলিট হওয়া ফেসবুক পোস্ট
তেজ প্রতাপের ডিলিট হওয়া ফেসবুক পোস্টছবি - সংগৃহীত

যদিও পরে সেই পোস্ট ডিলিট করা হয়। শনিবার রাতে এক্স মাধ্যমে তেজ প্রতাপ দাবি করেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তিনি লেখেন, "আমার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক করা হয়েছে ৷ আমার ছবিগুলিকে এডিট করে আমাকে এবং আমার পরিবারকে সমস্যায় ফেলা হচ্ছে৷ আমাদের বদনাম করা হচ্ছে৷ আমার অনুগামীদের কাছে আবেদন, তাঁরা যেন সতর্ক থাকেন ৷ ভুয়ো খবরে কান দেবেন না ৷"

অনেকে মনে করছেন আসন্ন নির্বাচনের আগে তেজ প্রতাপের সোশ্যাল মিডিয়া পোস্ট দলের ভাবমূর্তি নষ্ট করেছে। সেই কারণেই শুধু দল থেকেই নয় পুত্র তেজ প্রতাপের সাথে পরিবারিক সম্পর্কও ছিন্ন করলেন লালু প্রসাদ যাদব।

তেজ প্রতাপ যাদব
Rain: রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই! ব্যাহত ট্রেন ও বিমান পরিষেবা, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস
তেজ প্রতাপ যাদব
Kerala: নির্বাচনী বন্ড নিয়ে 'ভুয়ো' প্রতিবেদন - মালয়ালাম পত্রিকাকে আইনি নোটিশ CPIM রাজ্য সম্পাদকের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in