কেরালায় স্থানীয় সংস্থার নির্বাচনে অনেকটাই পিছিয়ে সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ। তুলনায় অনেকটাই এগিয়ে গেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। উল্লেখযোগ্যভাবে এনডিএ শিবিরও এই নির্বাচনে বেশ কিছু আসনে জয়লাভ করেছে। রাজ্যে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই লড়াইকে রাজনৈতিক বিশ্লেষকরা সেমিফাইনাল হিসেবেই উল্লেখ করেছিলেন। যে লড়াইতে বেশ কিছুটা পিছিয়ে পড়লো এলডিএফ।
ফলাফলের গতিপ্রকৃতি
বিকেল সাড়ে ৩টে পর্যন্ত ফলাফলের যে গতিপ্রকৃতি সামনে এসেছে তাতে গ্রাম পঞ্চায়েতের মোট ১৭,৩৩৭ আসনের মধ্যে ইউডিএফ জয়ী হয়েছে ৬,৬৬৫ আসনে এবং এলডিএফ জয়ী হয়েছে ৫,৫৩৮ আসনে। এনডিএ জয়ী ১২৫০ আসনে এবং অন্যান্যরা ১০৯১ আসনে।
ব্লক পঞ্চায়েতের ২২৬৭ আসনের মধ্যে ৮৯২ আসনে জয়ী হয়েছে ইউডিএফ এবং ৭০৬ আসনে এলডিএফ। এনডিএ জয়ী হয়েছে ৪৭ আসনে এবং অন্যান্যরা ৩৬ আসনে।
জেলা পঞ্চায়েতের ৩৪৬ আসনের মধ্যে ৪২ আসনে ইউডিএফ, ১৮ আসনে জয়ী হয়েছে এলডিএফ।
পুরসভাগুলির ৩,২৪০টি ওয়ার্ডের মধ্যে ১৪৫৮ ওয়ার্ডে জয়ী হয়েছে ইউডিএফ এবং ১১০০ ওয়ার্ডে জয়ী হয়েছে এলডিএফ। ৩২৪ ওয়ার্ডে জয়ী এনডিএ এবং ৩২৩টিতে অন্যান্যরা জয়ী হয়েছে।
কর্পোরেশনগুলির ৪২১ আসনের মধ্যে ১৮৭টিতে ইউডিএফ, ১২৪টিতে এলডিএফ, ৯৩টিতে এনডিএ এবং ১৫টিতে অন্যান্যরা জয়ী হয়েছে।
কে এগিয়ে? কে পিছিয়ে?
কেরালায় ৯৪১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫০২টিতে এগিয়ে ইউডিএফ এবং ৩৪১টিতে এগিয়ে এলডিএফ। টাই হয়েছে ৬৯টিতে। ২৫টিতে এগিয়ে এনডিএ এবং ৬টিতে অন্যান্যরা।
১৫২টি ব্লক পঞ্চায়েতের মধ্যে ৭৮টিতে এগিয়ে ইউডিএফ, ৬৪টিতে এলডিএফ, ১০টিতে এনডিএ। ১৪টি জেলা পঞ্চায়েতের মধ্যে ৭ টিতে এগিয়ে এলডিএফ এবং ৭টিতে এগিয়ে ইউডিএফ।
৮৭টি পুরসভার মধ্যে ৫৪টিতে এগিয়ে ইউডিএফ এবং ২৮টিতে এগিয়ে এলডিএফ। ১টি টাই। ২টিতে এগিয়ে এনডিএ এবং ১টিতে অন্যান্যরা।
৬টি কর্পোরেশনের মধ্যে ৪টিতে ইউডিএফ এবং ১টিতে এলডিএফ এগিয়ে রয়েছে। ১টিতে এগিয়ে এনডিএ।
কে কোথায় সংখ্যাগরিষ্ঠ
এখনও পর্যন্ত যা গণনা হয়েছে তাতে ৯৪১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩৭৩টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইউডিএফ এবং ২৩৮টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এলডিএফ। ৫টিতে এনডিএ এবং ৪ টিতে অন্যান্যরা। ৩২১টিতে কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
১৫২টি ব্লক পঞ্চায়েতের মধ্যে ৭৫টিতে ইউডিএফ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ৫৪টিতে এলডিএফ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ২৩ টিতে কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
১৪টি জেলা পঞ্চায়েতের মধ্যে ৭টিতে ইউডিএফ এবং ৬টিতে এলডিএফ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১টিতে কেউ সংখ্যাগরিষ্ঠতা এখনও পায়নি।
৮৭টি পুরসভার মধ্যে ৪০টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইউডিএফ এবং ১৬টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এলডিএফ। ৩১টিতে কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
৬টি কর্পোরেশনের মধ্যে ৩টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইউডিএফ এবং ৩টিতে কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
দলগত হিসাবে কে কত আসনে জয়ী?
ইউডিএফ
দলগতভাবে গ্রাম পঞ্চায়েতে এখনও পর্যন্ত কংগ্রেস জয়ী হয়েছে ৪,৭১৫ আসনে, আইইউএমএল ১,৫২৮ আসনে, কেরালা কংগ্রেস ২২৯ আসনে, আরএসপি ৩৫ আসনে জয়ী হয়েছে।
ব্লক পঞ্চায়েতে কংগ্রেস ৬৫৫, আইইউএমএল ১৭৪ আসনে, কেরালা কংগ্রেস ৪০ আসনে জয়ী হয়েছে।
জেলা পঞ্চায়েতে কংগ্রেস ২৬ আসনে, আইইউএমএল ৮ আসনে এবং কেরালা কংগ্রেস ২ আসনে জয়ী হয়েছে।
পুরসভায় কংগ্রেস ৮৯৯ আসনে, আইইউএমএল ৫১০ আসনে এবং কেরালা কংগ্রেস ৩৫ আসনে জয়ী হয়েছে।
কর্পোরেশনের ক্ষেত্রে ১৪৭ আসনে কংগ্রেস, ৩৪ আসনে আইইউএমএল, ১ আসনে কেরালা কংগ্রেস জয়ী হয়েছে।
এলডিএফ
অন্যদিকে গ্রাম পঞ্চায়েত স্তরে ৪,৬২৪ আসনে জয়ী সিপিআইএম, ৬০০ আসনে সিপিআই, ১৭০ আসনে কেরালা কংগ্রেস মানি, ৩৫ আসনে আরজেডি, ৩০ আসনে জেডিএস জয়ী।
ব্লক পঞ্চায়েতে ৫৬৭ আসনে সিপিআইএম, ৯৭ আসনে সিপিআই, ২০ আসনে কেরালা কংগ্রেস মানি।
জেলা পঞ্চায়েত স্তরে ১৩ আসনে সিপিআইএম, ৪ আসনে সিপিআই জয়ী হয়েছে।
পুরসভায় সিপিআইএম জয়ী ৯৪৬ আসনে, ৯৯ আসনে সিপিআই এবং ৩৩ আসনে কেরালা কংগ্রেস মানি জয়ী।
কর্পোরেশনে ১১০ আসনে জয়ী সিপিআইএম, ১২ আসনে সিপিআই জয়ী।
এনডিএ
এনডিএ শিবিরের বিজেপি গ্রাম পঞ্চায়েতে ১২৪১ আসনে, ব্লকে ৪৬ আসনে, পুরসভায় ৩২৪ আসনে, কর্পোরেশনে ৯৩ আসনে জয়ী হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন