
সমস্ত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার ডাক দিলেন কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিআইএম পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়ন। কেরালায় বড়দিন-এর আগে স্থানীয় এক স্কুলে বিশ্ব হিন্দু পরিষদ সদস্যদের হামলার নিন্দা করে বর্ষীয়ান সিপিআইএম নেতা মঙ্গলবার একথা বলেন। এদিন তিনি রাজ্যের মানুষকে সম্প্রীতি বজায় রেখে একযোগে বড়দিনের উৎসবে শামিল হবার আহ্বান জানিয়েছেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয়ন বলেন, যারা কেরালার ঐতিহ্য এবং কেরালার মানুষের অপমান করে সাধারণ মানুষকে এইসব “সংস্কৃতিহীন ব্যক্তি”দের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
কেরালাবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে এদিন বিজয়ন বলেন, কেরালার মানুষ উদার মনোভাবাপন্ন এবং অন্যদের বিশ্বাসকে সম্মান জানাতে জানে। অন্যদের আনন্দকে নিজেদের আনন্দ বলে মনে করে। আমরা সমস্ত উৎসবকে ভালোবাসার মাধুর্য ভাগ করে নেবার সুযোগ হিসেবে দেখতে অভ্যস্ত।
তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর উৎসবে সম্প্রীতি বজায় রেখে অংশগ্রহণের ঐতিহ্য রয়েছে কেরালার মানুষের। যদিও আজ কিছু বিদ্বেষপরায়ণ মানুষ কেরালার এই ঐতিহ্যকে দুর্বল করার চেষ্টা করেছে এবং মানুষের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করার চেষ্টা চালিয়েছে। এই ধরণের শক্তির প্রতিরোধ করে আমাদের রাজ্যের প্রকৃত ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব।
এদিন পালাক্কাড জেলার এক স্কুলে বড়দিন উদযাপন অনুষ্ঠানের সময় কিছু বিশ্ব হিন্দু পরিষদ কর্মী বাধা দেয় এবং অন্য এক স্কুলে বড়দিন উপলক্ষ্যে শিশুদের তৈরি করা প্রতীকী কিছু জিনিসপত্র ভেঙে দেওয়া হয়। যা নিয়ে কেরালা জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ইতিমধ্যেই কেরালার বাম সরকারের পক্ষ থেকে এই ঘটনার তদন্তে এক বিশেষ পুলিশি টিম গঠন করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন