Kerala: কোঝিকোড়ে সিপিআইএম নেতাকে কুপিয়ে খুন, গ্রেপ্তার আততায়ী

People's Reporter: গতকাল রাত ১০টা নাগাদ পেরিভাত্তুর চেরিয়াপুরম মন্দিরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন ৩৩ বছর বয়স্ক অভিলাষ ধারালো অস্ত্র নিয়ে ওই সিপিআইএম নেতাকে আক্রমণ করে।
কোঝিকোড়ে খুন সিপিআইএম নেতা পি সত্যনারায়ণ
কোঝিকোড়ে খুন সিপিআইএম নেতা পি সত্যনারায়ণ ফাইল ছবি সংগৃহীত
Published on

কোঝিকোড়ের কোয়িলান্ডিতে কুপিয়ে খুন করা হল এক সিপিআইএম নেতাকে। কোয়িলান্ডি টাউন লোকাল কমিটির সম্পাদক, ৬২ বছর বয়স্ক পি সত্যনারায়ণকে বৃহস্পতিবার এক অনুষ্ঠান চলাকালীন কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত অভিলাষকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রাত ১০টা নাগাদ পেরিভাত্তুর চেরিয়াপুরম মন্দিরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন ৩৩ বছর বয়স্ক অভিলাষ ধারালো অস্ত্র নিয়ে ওই সিপিআইএম নেতাকে আক্রমণ করে। ধারালো অস্ত্রের কোপে পি সত্যনারায়ণ গুরুতর আহত হন। তাঁর ঘাড় সহ শরীরের চারটি স্থানে গুরুতর আঘাত লাগে। দ্রুততার সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

ঘটনার পর আততায়ী অভিলাষ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেলেও পরে নিজেই পুলিশের কাছে গিয়ে দায় স্বীকার করে আত্মসমর্পণ করে।

দলীয় নেতার হত্যার প্রতিবাদে শুক্রবার কোয়িলান্ডিতে ১২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে সিপিআইএম। যদিও এই খুন রাজনৈতিক অথবা ব্যক্তিগত কারণে তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। পুলিশ সূত্র অনুসারে, ঘটনার তদন্ত শেষ হলেই খুনের কারণ জানা যাবে।

কোঝিকোড়ে খুন সিপিআইএম নেতা পি সত্যনারায়ণ
Kerala: মহিলাদের আর্থিক স্বাধীনতা সবথেকে গুরুত্বপূর্ণ - বেতনে সমতা আনতে উদ্যোগী বিজয়ন সরকার
কোঝিকোড়ে খুন সিপিআইএম নেতা পি সত্যনারায়ণ
Farmers Protest: ২৬-এ দেশজুড়ে ট্র্যাক্টর মিছিল, ১৪ মার্চ দিল্লিতে মহাপঞ্চায়েত - সংযুক্ত কিষাণ মোর্চা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in