Tamil Nadu: স্ট্যালিনের ডিএমকে-র সমর্থনে রাজ্যসভায় যাচ্ছেন কমল হাসান!

People's Reporter: ২০২৪ লোকসভা নির্বাচনের সময় ডিএমকে-কে সমর্থন করেছিল কমল হাসানের মাক্কাল নিধি মায়াম বা এমএনএম (MNM)।
কমল হাসান এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন
কমল হাসান এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনছবি - কমল হাসানের এক্স হ্যান্ডেল
Published on

রাজ্যসভার সাংসদ হতে চলেছেন দক্ষিণী সুপারস্টার তথা মাক্কাল নিধি মায়াম দলের প্রধান কমল হাসান। তামিলনাড়ুর শাসক দল এমকে স্ট্যালিনের ডিএমকে-র সমর্থনে রাজ্যসভায় যাচ্ছেন তিনি।

২০২৪ লোকসভা নির্বাচনের সময় ডিএমকে-কে সমর্থন করেছিল কমল হাসানের মাক্কাল নিধি মায়াম বা এমএনএম (MNM)। সেই সময়ই কমল হাসানকে রাজ্যসভার আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

আগামী ১৯ জুন তামিলনাড়ুতে ৬টি এবং আসামে ২টি রাজ্যসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে ক্ষমতাসীন ডিএমকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ৪টি আসনে। এই ৪টি আসনের মধ্যে ১টি আসন ছাড়া হবে কমল হাসানের জন্য।

বাকি ২টি আসনের মধ্যে ১টি বিরোধী দল এআইএডিএমকে এবং অন্যটি তাদেরই জোটসঙ্গী পিএমকের অধীনে থাকবে।

বর্তমানে তামিলনাড়ুর ৬ জন সাংসদ হলেন, আনবুমনি রামাদোস (পিএমকে), এন চন্দ্রসেঘরন (এইএডিএমকে), ডিএমকে-র এম শানমুগাম, এম মহম্মদ আবদুল্লা, পি উইলসন এবং ভাইকো। সকলের মেয়াদ আগামী ২৫ জুলাই শেষ হচ্ছে।

অন্যদিকে বুধবারই রাজ্যসভার ৩ প্রার্থীর নাম ঘোষণা করেছেন এম কে স্ট্যালিন। যার মধ্যে পি উইলসনকে পুনরায় সাংসদ হিসেবে দায়িত্ব দিতে চান তিনি। এছাড়া বাকি দুই প্রার্থী হলেন, এস.আর. শিবালিঙ্গম এবং রোকাইয়া মালিক ওরফে কবি সালমা।

প্রসঙ্গত, ২০১৮ সালে ডিএমকে এবং এআইএডিএমকে-এর বিকল্প হিসেবে এমএনএম গঠন করেছিলেন হাসান। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর ৩৯ টি আসনে একটিতেও প্রার্থী দেয়নি এমএনএম। ডিএমকে তথা ‘ইন্ডিয়া’ জোটকে নিঃশর্ত সমর্থন জানিয়েছিল কমল হাসানের দল। তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে রাজনৈতিক স্বার্থের থেকে জাতীয় স্বার্থ সবার আগে। জানা যায়, সেই সময়ই নাকি কমলকে সংসদের উচ্চকক্ষের সদস্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

তবে চলতি বছরের শুরুতেই সমর্থকদের উদ্দেশ্যে কমল হাসান বলেছিলেন, "এই বছর সংসদে আমাদের কণ্ঠস্বর শোনা যাবে। পরের বছর, রাজ্য বিধানসভায় আপনার কণ্ঠস্বর শোনা যাবে।"

কমল হাসান এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন
Karnataka: মহিলা IAS অফিসারকে 'পাকিস্তানি' বলে কটাক্ষ! বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের FIR
কমল হাসান এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন
Sikkim: সিকিম আসছেন প্রধানমন্ত্রী! বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যেই পর্যটকদের গ্যাংটক ছাড়ার নির্দেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in